নেত্রকোনা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

খালিয়াজুরির মেন্দীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

  • আপডেট : ১১:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯
  • ১৩৩৫

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

সরকারি সহয়তার চাল ইউনিয়ন পরিষদের বিতরন না করে নিজ বাড়িসহ অন্য জায়গায় বিতরণ করেন। ভূয়া নামে টিউবয়েল স্থাপন দেখিয়ে অর্থ উত্তোলন। ভিজিএফের কার্ডে নাম দিয়ে চাল আত্মসাত। উন্নয়ন প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন না করেই আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীর মেন্দীপুর ইউপি সদস্যসহ চেয়ারম্যানের বিরুদ্ধে।

 

মেন্দিপুর ইউনিয়নের বেশ কটি গ্রামের ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিভিন্ন সরকারী সহায়তার বরাদ্দ আসলে তা ইউনিয়ন পরিষদ থেকে না দিয়ে চেয়ারম্যান লোকমান হেকিমের বাড়ি অথবা নাওটানা ঘাট থেকে গিয়ে আনতে হয়। যে কারেণ বয়স্ক নারীরা ও প্রতিবন্ধীরা এতদূর হেঁটে যেতে পারেন না। যেতে আসতে দেড়শ টাকার চাল পেলে তার সবটাই খরচ হয়ে যায়।

 

গ্রাম ভিত্তিক বরাদ্দে বৈষম্য, সংরক্ষিত সদস্যসহ জনসাধারনের সাথে অসদাচরন সহ চেয়ারম্যানের ওয়াটার লর্ড আধিপত্য বিস্তার। কর্মচারীদের হামলা মামলায় হয়রানিসহ এসকল বিভিন্ন কার্যক্রমে ইউপি সচিব মুছা মিয়া ও সদস্য আবুল কালামের সহায়তা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

 

এসকল ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসী মানিক মিয়া, কোকিলা বেগম, শাহজাহান মিয়াসহ দরিদ্র বেশ কয়েকজনের নাম ভিজিএফ তালিকায় রয়েছে। কিন্তু তারা বাস্তবে এসবের মুখ দেখেননি মর্মে আদালতে এফিডেভিট করেছেন। বোয়ালী কুড়ের ফেরি পারাপারে টাকা আত্মাসত করায় মাঝি সাজেদুল ইসলামও এফিডেভিট করেন। ২০১৪-১৫ অর্থ বছরে মেন্দিপুর গ্রামের অস্তিত্বহীন রহিছ মিয়া নামে টিউবওয়েল বরাদ্দের টাকা উত্তোলিত হলেও এর কোন অস্তিত্ব পাওয়া যায় নি।

 

২০১৮-১৯ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেন্দীপুর হাওর সড়কে মাটি ভারাটে ৩ লক্ষ ৯৩ হাজার টাকার বরাদ্ধ দেয়া হয় প্রথমে সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর আক্তারকে। কিন্তু বরাদ্দের বিনিময়ে চেয়ারম্যান তার কাছে ৮০ হাজার টাকা দাবী করলে তিনি ৪০ হাজার টাকা নিয়ে গেলেও পরবর্তীতে কাজটি কালাম মেম্বারকে দিয়ে দেন বলে জানান ভুক্তভোগী ইউপি সদস্য শাহীনুর। কিন্ত কাজটি পুরোপুরি বাস্তবায়ন না করেই বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

অভিযুক্ত ইউপি সদস্য আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যেখান থেকে কাজ করার কথা সেখান থেকে কিছুটা দূরে জনগণের দেখানো পথেই করেছেন। চেয়ারম্যান আমাকে দিয়েছে আমি করেছি। সেইসাথে তার এলাকার অস্বিত্বহীন টিউবওয়েলের কথাও তিনি জানেন না বলে জানান।

 

এ ব্যাপারে সচিব মুছা মিয়ার মুঠোফোনে কথা বললে তিনি নানা পরিচয় তুলে ধরে বলেন, আসেন পরিষদে বসে কথা বলি। এগুলো ফোনে বলা যাবে না।

 

এদিকে ২০১৪ থেকে ১৯ পর্যন্ত মেন্দীপুর ইউনিয়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থ অত্মসাদের অভিযোগ করে ইউপি সেবা কেন্দ্রের উদ্যোক্তা রফিকুল ইসলাম চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে জেলা জজ আদালতে মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে ইউপি সচিব মুছা মিয়ার দায়ের করা জন্মনিবন্ধনের টাকা আত্মসাতের মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন রফিকুল।

 

ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম অভিযোগকারী নারী ইউপি সদস্যকে খারাপ মহিলা উল্লেখ করে বলেন। আমি অনেক দিনের চেয়ারম্যান। উদ্যোক্তা রফিকুলকে হিসাব নিকাশে চাপ দিয়েছিলাম। সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলো। পরে একটা স্বাক্ষর জাল করে টাকার নেয়ার অভিযোগ পেয়েছি এখন সে জেলে আছে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হোক।

 

এদিকে খালিয়াজুড়ীর ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম জানান, চেয়ার‌্যানদের সাথে ইউএনওদের একটা সম্পর্ক থাকে উল্লেখ করে তিনি বলেন, তারপরও এর বাইরে গিয়ে রিপোর্ট হওয়ার পর দেখেছি খোঁজ নিয়ে। মোটামুটি কাজ ভালই হয়েছে। আমি আসার আগের কি হয়েছে জানিনা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

খালিয়াজুরির মেন্দীপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

আপডেট : ১১:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০১৯

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

সরকারি সহয়তার চাল ইউনিয়ন পরিষদের বিতরন না করে নিজ বাড়িসহ অন্য জায়গায় বিতরণ করেন। ভূয়া নামে টিউবয়েল স্থাপন দেখিয়ে অর্থ উত্তোলন। ভিজিএফের কার্ডে নাম দিয়ে চাল আত্মসাত। উন্নয়ন প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন না করেই আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীর মেন্দীপুর ইউপি সদস্যসহ চেয়ারম্যানের বিরুদ্ধে।

 

মেন্দিপুর ইউনিয়নের বেশ কটি গ্রামের ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিভিন্ন সরকারী সহায়তার বরাদ্দ আসলে তা ইউনিয়ন পরিষদ থেকে না দিয়ে চেয়ারম্যান লোকমান হেকিমের বাড়ি অথবা নাওটানা ঘাট থেকে গিয়ে আনতে হয়। যে কারেণ বয়স্ক নারীরা ও প্রতিবন্ধীরা এতদূর হেঁটে যেতে পারেন না। যেতে আসতে দেড়শ টাকার চাল পেলে তার সবটাই খরচ হয়ে যায়।

 

গ্রাম ভিত্তিক বরাদ্দে বৈষম্য, সংরক্ষিত সদস্যসহ জনসাধারনের সাথে অসদাচরন সহ চেয়ারম্যানের ওয়াটার লর্ড আধিপত্য বিস্তার। কর্মচারীদের হামলা মামলায় হয়রানিসহ এসকল বিভিন্ন কার্যক্রমে ইউপি সচিব মুছা মিয়া ও সদস্য আবুল কালামের সহায়তা রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

 

এসকল ঘটনায় ভুক্তভোগী এলাকাবাসী মানিক মিয়া, কোকিলা বেগম, শাহজাহান মিয়াসহ দরিদ্র বেশ কয়েকজনের নাম ভিজিএফ তালিকায় রয়েছে। কিন্তু তারা বাস্তবে এসবের মুখ দেখেননি মর্মে আদালতে এফিডেভিট করেছেন। বোয়ালী কুড়ের ফেরি পারাপারে টাকা আত্মাসত করায় মাঝি সাজেদুল ইসলামও এফিডেভিট করেন। ২০১৪-১৫ অর্থ বছরে মেন্দিপুর গ্রামের অস্তিত্বহীন রহিছ মিয়া নামে টিউবওয়েল বরাদ্দের টাকা উত্তোলিত হলেও এর কোন অস্তিত্ব পাওয়া যায় নি।

 

২০১৮-১৯ অর্থ বছরের গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মেন্দীপুর হাওর সড়কে মাটি ভারাটে ৩ লক্ষ ৯৩ হাজার টাকার বরাদ্ধ দেয়া হয় প্রথমে সংরক্ষিত মহিলা সদস্য শাহিনুর আক্তারকে। কিন্তু বরাদ্দের বিনিময়ে চেয়ারম্যান তার কাছে ৮০ হাজার টাকা দাবী করলে তিনি ৪০ হাজার টাকা নিয়ে গেলেও পরবর্তীতে কাজটি কালাম মেম্বারকে দিয়ে দেন বলে জানান ভুক্তভোগী ইউপি সদস্য শাহীনুর। কিন্ত কাজটি পুরোপুরি বাস্তবায়ন না করেই বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

 

অভিযুক্ত ইউপি সদস্য আবুল কালাম অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি যেখান থেকে কাজ করার কথা সেখান থেকে কিছুটা দূরে জনগণের দেখানো পথেই করেছেন। চেয়ারম্যান আমাকে দিয়েছে আমি করেছি। সেইসাথে তার এলাকার অস্বিত্বহীন টিউবওয়েলের কথাও তিনি জানেন না বলে জানান।

 

এ ব্যাপারে সচিব মুছা মিয়ার মুঠোফোনে কথা বললে তিনি নানা পরিচয় তুলে ধরে বলেন, আসেন পরিষদে বসে কথা বলি। এগুলো ফোনে বলা যাবে না।

 

এদিকে ২০১৪ থেকে ১৯ পর্যন্ত মেন্দীপুর ইউনিয়নে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থ অত্মসাদের অভিযোগ করে ইউপি সেবা কেন্দ্রের উদ্যোক্তা রফিকুল ইসলাম চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে জেলা জজ আদালতে মামলা দায়ের করেছিলেন। পরবর্তীতে ইউপি সচিব মুছা মিয়ার দায়ের করা জন্মনিবন্ধনের টাকা আত্মসাতের মামলায় বর্তমানে জেল হাজতে রয়েছেন রফিকুল।

 

ইউপি চেয়ারম্যান লোকমান হেকিম অভিযোগকারী নারী ইউপি সদস্যকে খারাপ মহিলা উল্লেখ করে বলেন। আমি অনেক দিনের চেয়ারম্যান। উদ্যোক্তা রফিকুলকে হিসাব নিকাশে চাপ দিয়েছিলাম। সে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলো। পরে একটা স্বাক্ষর জাল করে টাকার নেয়ার অভিযোগ পেয়েছি এখন সে জেলে আছে। আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হোক।

 

এদিকে খালিয়াজুড়ীর ইউএনও এ এইচ এম আরিফুল ইসলাম জানান, চেয়ার‌্যানদের সাথে ইউএনওদের একটা সম্পর্ক থাকে উল্লেখ করে তিনি বলেন, তারপরও এর বাইরে গিয়ে রিপোর্ট হওয়ার পর দেখেছি খোঁজ নিয়ে। মোটামুটি কাজ ভালই হয়েছে। আমি আসার আগের কি হয়েছে জানিনা।