নেত্রকোনা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় গৃহবধু ধর্ষণ দায়ে একজনের যাবজ্জীবন ও অর্থ দন্ডাদেশ

কুষ্টিয়া ভেড়ামারা থানার গৃহবধু ধর্ষন মামলায় স্বামীর পালক পিতা বিপ্লব দাস(৪৫) যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত হলেন- ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত: মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস(৪৫)।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ মে, রাত ১১টায় ওই গৃহবধুর স্বামী কুমার বিশ^াসের অবর্তমানে কুমার বিশ^াসের সম্পর্কে পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এতে ওই গৃহবধু লোকলজ্জার ভয়ে ভীত হয়ে পড়ে। পরদিন(২২মে) দুপুর ১২টায় আসামী বিপ্লব দাস গৃহবধুকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকুপায় পৌছে দেয়ার কথা বলে গাড়ি উঠে ঢাকার নবী নগর এলাকাস্থ আসামীর এক আত্মীয়র বাসাতে ১৫দিন আটকে রেখে একাধিকবার ধর্ষন করে।

 

পরে সুযোগ বুঝে ওই গৃহবধু পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন। এঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধুর মা ঝিনাইদহ জেলার বাসিন্দা বুলবুলি রানী বিশ^াস আসামী বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭নভেম্বর আসামী বিপ্লব দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি: ৯(১) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

 

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী(পিপি) এ্যাড. আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, ভেড়ামারা থানার ওই গৃহবধু ধর্ষন মামলার একমাত্র আসামী বিপ্লব দাস প্রতারণা করে আটকে রেখে একাধিকবার ধর্ষনের অভিযোগ স্বাক্ষ্য শুনানীতে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তার যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

কুষ্টিয়ায় গৃহবধু ধর্ষণ দায়ে একজনের যাবজ্জীবন ও অর্থ দন্ডাদেশ

আপডেট : ০৭:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০

কুষ্টিয়া ভেড়ামারা থানার গৃহবধু ধর্ষন মামলায় স্বামীর পালক পিতা বিপ্লব দাস(৪৫) যাবজ্জীবন কারাদন্ড ও ৫০হাজার টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত হলেন- ভেড়ামারা উপজেলার কারিকরপাড়া গ্রামের মৃত: মনোরঞ্জন দাসের ছেলে বিপ্লব দাস(৪৫)।

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২১ মে, রাত ১১টায় ওই গৃহবধুর স্বামী কুমার বিশ^াসের অবর্তমানে কুমার বিশ^াসের সম্পর্কে পালক পিতা বিপ্লব দাস ঘরে ঢুকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এতে ওই গৃহবধু লোকলজ্জার ভয়ে ভীত হয়ে পড়ে। পরদিন(২২মে) দুপুর ১২টায় আসামী বিপ্লব দাস গৃহবধুকে তার পিত্রালয় ঝিনাইদহ জেলার শৈলকুপায় পৌছে দেয়ার কথা বলে গাড়ি উঠে ঢাকার নবী নগর এলাকাস্থ আসামীর এক আত্মীয়র বাসাতে ১৫দিন আটকে রেখে একাধিকবার ধর্ষন করে।

 

পরে সুযোগ বুঝে ওই গৃহবধু পালিয়ে এসে পরিবারের কাছে ঘটনা খুলে বলেন। এঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধুর মা ঝিনাইদহ জেলার বাসিন্দা বুলবুলি রানী বিশ^াস আসামী বিপ্লব দাসের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ৭নভেম্বর আসামী বিপ্লব দাসের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০র দ:বি: ৯(১) ধারায় অভিযোগ এনে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

 

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশুলী(পিপি) এ্যাড. আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, ভেড়ামারা থানার ওই গৃহবধু ধর্ষন মামলার একমাত্র আসামী বিপ্লব দাস প্রতারণা করে আটকে রেখে একাধিকবার ধর্ষনের অভিযোগ স্বাক্ষ্য শুনানীতে সন্দেহাতীত প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত তার যাবজ্জীবন কারাদন্ড ছাড়াও ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন।