নেত্রকোনা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

একুশের বই মেলায় ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরীর দুটি গ্রন্থ

চলতি অমর একুশে বই মেলায় আসছে বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ও একুশে পদকে ভূষিত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত কথা সাহিত্যিক মরহুম খালেকদাদ চৌধুরীর পৌত্র তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ভালসার কবি তানভীর জাহান চৌধুরী’র দুটি গ্রন্থ। এর মধ্যে একটি কবিতা এবং অপরটি উপন্যাস। কবিতার বইটি হচ্ছে ‘মন ধুয়ে নেই জলে’ আর উপন্যাসটির নাম হচ্ছে, ‘ঘর বাঁধলেই ভালবাসা হয় না’।

বরাবরের মতো এবারও ভালবাসার কবির উপন্যাস এবং কবিতা বইয়ের প্রচ্ছদ করেছেন দেশের জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রæব এষ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপন্যাস ও কবিতার বইয়ের প্রচ্ছদ আপলোড করায় তরুণ প্রজন্মের পাঠক এবং সাহিত্য প্রেমীদের মাঝে ব্যাপক কৌতুহল ও সাড়া পরিলক্ষিত হচ্ছে।

অনেকেই সরাসরি ভালবাসার কবিকে ফোন করে আবার কেউ কেউ ফেসবুকের মাধ্যমে অভিনন্দন জানিয়ে উপন্যাসের বিষয় বস্তু সম্পর্কে জানতে চাচ্ছেন। এ ব্যাপারে লেখক তানভীর জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের সমাজের চারপাশে ঘটে যাওয়া বাস্তবধর্মী বিষয় বিশেষ করে জীবন, প্রেম, ভালবাসা ও সংসারের নানা ধরণের টানা পূরণ নিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে। দুয়েক দিনের মধ্যে কবিতার বইটিও মেলায় চলে আসবে।

আশা করি, পূর্বের কাব্য গ্রন্থের মতো উপন্যাসটিও তরুণ পাঠক সমাজে সমাদৃত হবে। মেলার শুরুতেই উপন্যাসটি চলে আসায় কবির নিজ শহর নেত্রকোনায় বইটি কেনার হিড়িক পড়ে গেছে। মন ধুয়ে নেই জলে কবিতার বইটি উৎসর্গ করা হয়েছে আরেক জনপ্রিয় কবি হেলাল হাফিজের নামে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় দলিল লিখক সমিতির নির্বাচন সম্পন্ন

একুশের বই মেলায় ভালবাসার কবি তানভীর জাহান চৌধুরীর দুটি গ্রন্থ

আপডেট : ০২:১৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০

চলতি অমর একুশে বই মেলায় আসছে বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত ও একুশে পদকে ভূষিত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রখ্যাত কথা সাহিত্যিক মরহুম খালেকদাদ চৌধুরীর পৌত্র তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ভালসার কবি তানভীর জাহান চৌধুরী’র দুটি গ্রন্থ। এর মধ্যে একটি কবিতা এবং অপরটি উপন্যাস। কবিতার বইটি হচ্ছে ‘মন ধুয়ে নেই জলে’ আর উপন্যাসটির নাম হচ্ছে, ‘ঘর বাঁধলেই ভালবাসা হয় না’।

বরাবরের মতো এবারও ভালবাসার কবির উপন্যাস এবং কবিতা বইয়ের প্রচ্ছদ করেছেন দেশের জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রæব এষ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উপন্যাস ও কবিতার বইয়ের প্রচ্ছদ আপলোড করায় তরুণ প্রজন্মের পাঠক এবং সাহিত্য প্রেমীদের মাঝে ব্যাপক কৌতুহল ও সাড়া পরিলক্ষিত হচ্ছে।

অনেকেই সরাসরি ভালবাসার কবিকে ফোন করে আবার কেউ কেউ ফেসবুকের মাধ্যমে অভিনন্দন জানিয়ে উপন্যাসের বিষয় বস্তু সম্পর্কে জানতে চাচ্ছেন। এ ব্যাপারে লেখক তানভীর জাহান চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমাদের সমাজের চারপাশে ঘটে যাওয়া বাস্তবধর্মী বিষয় বিশেষ করে জীবন, প্রেম, ভালবাসা ও সংসারের নানা ধরণের টানা পূরণ নিয়ে এই উপন্যাসটি লেখা হয়েছে। দুয়েক দিনের মধ্যে কবিতার বইটিও মেলায় চলে আসবে।

আশা করি, পূর্বের কাব্য গ্রন্থের মতো উপন্যাসটিও তরুণ পাঠক সমাজে সমাদৃত হবে। মেলার শুরুতেই উপন্যাসটি চলে আসায় কবির নিজ শহর নেত্রকোনায় বইটি কেনার হিড়িক পড়ে গেছে। মন ধুয়ে নেই জলে কবিতার বইটি উৎসর্গ করা হয়েছে আরেক জনপ্রিয় কবি হেলাল হাফিজের নামে।