নেত্রকোনা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়েছে।

রবিবার বেলা ১১টা ১৭ মিনিটে দ্বিতীয় পর্বের ইজতেমার আখেরি মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ। প্রায় ২৬ মিনিটের আখেরি মোনাজাত শেষ হয় ১১টা ৪৩ মিনিটে।,

মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে ‘আমিন আমিন’ ‘ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ।,

এর আগে বিশ্ব ইজতেমার শেষ দিন রোববার ফজরের পরে হিন্দিতে বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তা তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা মাওলানা আব্দুল্লাহ। তার বয়ানের পরেই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই গাড়িতে, হেঁটে, ট্রেনে ইজতেমায় হাজির হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ।ম

কিন্তু ইজতেমা ময়দান আগে থেকেই পরিপূর্ণ থাকায় তারা আশেপাশের সড়ক, ফুটপাথ ও বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান নিতে থাকেন।‘টঙ্গী আখেরি মোনাজাতে অংশ নিতে ব্যর্থ মুসলিমদের জন্য গাজীপুরের চান্দনা-চৌরাস্তার ঈদগাঁ ময়দানে আখেরি মোনাজাত লাইভ করা হয়।,

লাইভ আয়োজন করা সাদিয়া কম্পিউটারের অধিকর্তা মো. শরিফুল ইসলাম শরিফ জানান, আগে পুলিশের ওয়াকিটকি ব্যবহার করে এখানে আখেরি মোনাজাতের অংশ নেওয়ার আয়োজন করা হতো। তখন থেকেই যারা ময়দানে অংশ নিতে পারেননি তারা আখেরি মোনাজাতের দিন চান্দনা ঈদগাঁ মাঠে এসে জড়ো হতেন।

“এসব মানুষের চাহিদা পূরণে প্রযুক্তির উন্নতিতে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আখেরি মোনাজাত একটি টেলিভিশন স্টেশন থেকে প্রচারিত লাইভ কানেক্ট করে প্রচারের ব্যবস্থা করেছি । বিশ্ব ইজতেমার প্রথম পর্বেও আখেরি মোনাজাত একইভাবে লাইভ করা হয়েছিল। ”

লাইভ প্রচার করতে চান্দনা-চৌরাস্তার ঈদগাঁ মার্কেটের তারিক মাইক সার্ভিস কয়েকটি মাইকের হর্ন সরবরাহ করেন। তাতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে প্রচারিত বয়ান এবং আখেরি মোনাজাত স্পষ্ট শুনতে পান উপস্থিত মানুষরা।,

স্থানীয় নলজানি এলাকার মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার মধ্যরাত থেকেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমার মতো অনেকেই ইজতেমা ময়দানে যেতে পারেননি। চন্দনা চৌরাস্তায় এ লাইভ আয়োজন করায় আমরা সরাসরি এখান থেকে বয়ান- মোনাজাত শুনতে ও বুঝতে পারছি।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বে সাধারণভাবে মাওলানা জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত বাংলাদেশের ‘শুরায়ে নিজাম’ পক্ষের ইজতেমা শেষ হয়েছে ৪ ফেব্রুয়ারি। ‘দ্বিতীয় পর্বে ভারতের সা’দ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা শুক্রবার শুরু হয়ে।’ রবিবার তা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।,’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি। আমাদের প্রকাশনা “পূর্বকন্ঠ” স্বাধীনতার চেতনায় একটি নিরপেক্ষ জাতীয় অনলাইন । পাঠক আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরনা। পূর্বকণ্ঠ কথা বলে বাঙালির আত্মপ্রত্যয়ী আহ্বান ও ত্যাগে অর্জিত স্বাধীনতার। কথা বলে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হতে। ছড়িয়ে দিতে এ চেতনা দেশের প্রত্যেক কোণে কোণে। আমরা রাষ্ট্রের আইন কানুন, রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল। দেশপ্রেম ও রাষ্ট্রীয় আইন বিরোধী এবং বাঙ্গালীর আবহমান কালের সামাজিক সহনশীলতার বিপক্ষে পূর্বকন্ঠ কখনো সংবাদ প্রকাশ করে না। আমরা সকল ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল, কোন ধর্মমত বা তাদের অনুসারীদের অনুভূতিতে আঘাত দিয়ে আমরা কিছু প্রকাশ করি না। আমাদের সকল প্রচেষ্টা পাঠকের সংবাদ চাহিদাকে কেন্দ্র করে। তাই পাঠকের যে কোনো মতামত আমরা সাদরে গ্রহন করব।
জনপ্রিয়

পূর্বধলায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দাফন সম্পন্ন

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমা

আপডেট : ০১:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মোনাজাতে বিশ্বের মুসলিমদের মধ্যে ঐক্য, শান্তি, কল্যাণ কামনা করা হয়েছে।

রবিবার বেলা ১১টা ১৭ মিনিটে দ্বিতীয় পর্বের ইজতেমার আখেরি মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সা’দ। প্রায় ২৬ মিনিটের আখেরি মোনাজাত শেষ হয় ১১টা ৪৩ মিনিটে।,

মোনাজাতে বিশ্বের মুসলমানদের হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে ‘আমিন আমিন’ ‘ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ।,

এর আগে বিশ্ব ইজতেমার শেষ দিন রোববার ফজরের পরে হিন্দিতে বয়ান শুরু করেন ভারতের মাওলানা মুফতি মাকসুদ। তা তাৎক্ষণিকভাবে বাংলায় তরজমা মাওলানা আব্দুল্লাহ। তার বয়ানের পরেই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউসুফ বিন সাদ। এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই গাড়িতে, হেঁটে, ট্রেনে ইজতেমায় হাজির হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আসা মানুষ।ম

কিন্তু ইজতেমা ময়দান আগে থেকেই পরিপূর্ণ থাকায় তারা আশেপাশের সড়ক, ফুটপাথ ও বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান নিতে থাকেন।‘টঙ্গী আখেরি মোনাজাতে অংশ নিতে ব্যর্থ মুসলিমদের জন্য গাজীপুরের চান্দনা-চৌরাস্তার ঈদগাঁ ময়দানে আখেরি মোনাজাত লাইভ করা হয়।,

লাইভ আয়োজন করা সাদিয়া কম্পিউটারের অধিকর্তা মো. শরিফুল ইসলাম শরিফ জানান, আগে পুলিশের ওয়াকিটকি ব্যবহার করে এখানে আখেরি মোনাজাতের অংশ নেওয়ার আয়োজন করা হতো। তখন থেকেই যারা ময়দানে অংশ নিতে পারেননি তারা আখেরি মোনাজাতের দিন চান্দনা ঈদগাঁ মাঠে এসে জড়ো হতেন।

“এসব মানুষের চাহিদা পূরণে প্রযুক্তির উন্নতিতে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আখেরি মোনাজাত একটি টেলিভিশন স্টেশন থেকে প্রচারিত লাইভ কানেক্ট করে প্রচারের ব্যবস্থা করেছি । বিশ্ব ইজতেমার প্রথম পর্বেও আখেরি মোনাজাত একইভাবে লাইভ করা হয়েছিল। ”

লাইভ প্রচার করতে চান্দনা-চৌরাস্তার ঈদগাঁ মার্কেটের তারিক মাইক সার্ভিস কয়েকটি মাইকের হর্ন সরবরাহ করেন। তাতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে প্রচারিত বয়ান এবং আখেরি মোনাজাত স্পষ্ট শুনতে পান উপস্থিত মানুষরা।,

স্থানীয় নলজানি এলাকার মোস্তাফিজুর রহমান বলেন, শনিবার মধ্যরাত থেকেই গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমার মতো অনেকেই ইজতেমা ময়দানে যেতে পারেননি। চন্দনা চৌরাস্তায় এ লাইভ আয়োজন করায় আমরা সরাসরি এখান থেকে বয়ান- মোনাজাত শুনতে ও বুঝতে পারছি।

তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। প্রথম পর্বে সাধারণভাবে মাওলানা জুবায়েরের অনুসারী হিসেবে পরিচিত বাংলাদেশের ‘শুরায়ে নিজাম’ পক্ষের ইজতেমা শেষ হয়েছে ৪ ফেব্রুয়ারি। ‘দ্বিতীয় পর্বে ভারতের সা’দ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা শুক্রবার শুরু হয়ে।’ রবিবার তা আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।,’