নেত্রকোনা ১০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়াজ দিতে চান না বাপ্পী

  • আপডেট : ০৭:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
  • ১২
র  কোনো কাহাতেফোন ধরে বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাসায়। ঝড় বৃষ্টি যা-ই হোক তার তো বাসায় থাকার কথা না। তাহলে বাপ্পী চৌধুরী কেন আছে? তাহলে কি তাজ নেই, তাই ওই অর্থে কোনো আওয়াজ নেই? মিশা সওদাগর বা ইন্ডাস্ট্রির বিভিন্নজন নিয়ে করা মন্তব্যে আলোচনায় আছেন এ নায়ক।
কিন্তু সবাই যখন একের পর এক কাজ করছে তখন তার হাতে কাজ কই? প্রশ্নগুলো শুনে ফোনের ওপারে কিছুক্ষণ হাসলেন। বাপ্পী বললেন, আমার হাতে এখন ছয়টি ছবি। এগুলো যখন একে একে মুক্তি পাবে তখন এমনিতেই আওয়াজ হবে। ছবি মুক্তি পাওয়া মানেই কিন্তু আওয়াজ। এছাড়া আওয়াজ দিয়ে কি লাভ? আর আজকে (বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর) ‘শত্রু’ ছবির শুটিং ছিল। বৃষ্টির কারণে শুটিং বাতিল হয়েছে। তাই বাসায় চলে আসছি। ,
বছর তিনেক আগেও বাপ্পীর দম ফেলার ফুসরত ছিল না। বহু প্রযোজক-পরিচালক তার শিডিউলের জন্য লাইন ধরতো। এখন নাকি সে অর্থে কেউ তার কাছে আসছে না? দ্বিমত পোষণ করলেন বাপ্পী, ‘গেল দুই বছর তো করোনায় চলে গেল। তখন তো শুটিংই করতে পারি নাই। আর এখন তো মাত্র আমাদের বাজার আবার আগের মত হওয়া শুরু হয়েছে। সবাই কম বেশি বুঝে শুনে পা ফেলছে। আমিও ফেলছি।,
এর আগে হাফ ডান ছবিগুলো শেষ করছি। আর মাসে মাসে তো নতুন ছবির ঘোষণা দেওয়া যায় না।’ ওটিটির জোয়ারে অনেক শিল্পীই এতে কাজ করছেন বা করার ইচ্ছে পোষণ করছে। বাপ্পীও করতে চান। তবে কিছুটা শর্ত সাপেক্ষে, ‘আমার কাছে অনেক অফার এসেছে ওটিটি থেকে। কিন্তু আমি করিনি। আমি চাই ওটিটিতে যেসব পরিচালক ভালো করছেন তাদের সঙ্গে কাজ করতে।’ বাপ্পীর অনেক ছবিই দীর্ঘদিন ধরে আটকা।,
এ ব্যাপারে বলেন, ‘শত্রু ছবিটি তো মাত্র তিন মাসে কাজ শেষ করছি। এখন কোনো কাজ হাতে নিয়ে তো বসে থাকা যায় না। আর ঢাকা ২০৪০ ছবিটির শুটিংও দ্রুত শুরু হবে।’ আর আশরাফ শিশিরের পরিচালনায় করা ‘৫৭০’ ছবিটি এ মাসের মধ্যে সেন্সরে যাবে বলে জানালেন। ছবিটি ডিসেম্বরে মুক্তির চেষ্টা করছেন পরিচালক। এ ছবিগুলো ছাড়া তার অভিনীত ‘ডেঞ্জার জোন’, ‘জয় বাংলা’, ‘সিক্রেট এজেন্ট’, ‘যন্ত্রণা’ ও ‘প্রেমের বাঁধন’ মুক্তির দৌড়ে রয়েছে।,
   The post appeared first on Sarabangla http://dlvr.it/SYNBmP

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

আওয়াজ দিতে চান না বাপ্পী

আপডেট : ০৭:৪৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
র  কোনো কাহাতেফোন ধরে বললেন, বাইরে বৃষ্টি হচ্ছে তাই বাসায়। ঝড় বৃষ্টি যা-ই হোক তার তো বাসায় থাকার কথা না। তাহলে বাপ্পী চৌধুরী কেন আছে? তাহলে কি তাজ নেই, তাই ওই অর্থে কোনো আওয়াজ নেই? মিশা সওদাগর বা ইন্ডাস্ট্রির বিভিন্নজন নিয়ে করা মন্তব্যে আলোচনায় আছেন এ নায়ক।
কিন্তু সবাই যখন একের পর এক কাজ করছে তখন তার হাতে কাজ কই? প্রশ্নগুলো শুনে ফোনের ওপারে কিছুক্ষণ হাসলেন। বাপ্পী বললেন, আমার হাতে এখন ছয়টি ছবি। এগুলো যখন একে একে মুক্তি পাবে তখন এমনিতেই আওয়াজ হবে। ছবি মুক্তি পাওয়া মানেই কিন্তু আওয়াজ। এছাড়া আওয়াজ দিয়ে কি লাভ? আর আজকে (বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর) ‘শত্রু’ ছবির শুটিং ছিল। বৃষ্টির কারণে শুটিং বাতিল হয়েছে। তাই বাসায় চলে আসছি। ,
বছর তিনেক আগেও বাপ্পীর দম ফেলার ফুসরত ছিল না। বহু প্রযোজক-পরিচালক তার শিডিউলের জন্য লাইন ধরতো। এখন নাকি সে অর্থে কেউ তার কাছে আসছে না? দ্বিমত পোষণ করলেন বাপ্পী, ‘গেল দুই বছর তো করোনায় চলে গেল। তখন তো শুটিংই করতে পারি নাই। আর এখন তো মাত্র আমাদের বাজার আবার আগের মত হওয়া শুরু হয়েছে। সবাই কম বেশি বুঝে শুনে পা ফেলছে। আমিও ফেলছি।,
এর আগে হাফ ডান ছবিগুলো শেষ করছি। আর মাসে মাসে তো নতুন ছবির ঘোষণা দেওয়া যায় না।’ ওটিটির জোয়ারে অনেক শিল্পীই এতে কাজ করছেন বা করার ইচ্ছে পোষণ করছে। বাপ্পীও করতে চান। তবে কিছুটা শর্ত সাপেক্ষে, ‘আমার কাছে অনেক অফার এসেছে ওটিটি থেকে। কিন্তু আমি করিনি। আমি চাই ওটিটিতে যেসব পরিচালক ভালো করছেন তাদের সঙ্গে কাজ করতে।’ বাপ্পীর অনেক ছবিই দীর্ঘদিন ধরে আটকা।,
এ ব্যাপারে বলেন, ‘শত্রু ছবিটি তো মাত্র তিন মাসে কাজ শেষ করছি। এখন কোনো কাজ হাতে নিয়ে তো বসে থাকা যায় না। আর ঢাকা ২০৪০ ছবিটির শুটিংও দ্রুত শুরু হবে।’ আর আশরাফ শিশিরের পরিচালনায় করা ‘৫৭০’ ছবিটি এ মাসের মধ্যে সেন্সরে যাবে বলে জানালেন। ছবিটি ডিসেম্বরে মুক্তির চেষ্টা করছেন পরিচালক। এ ছবিগুলো ছাড়া তার অভিনীত ‘ডেঞ্জার জোন’, ‘জয় বাংলা’, ‘সিক্রেট এজেন্ট’, ‘যন্ত্রণা’ ও ‘প্রেমের বাঁধন’ মুক্তির দৌড়ে রয়েছে।,
   The post appeared first on Sarabangla http://dlvr.it/SYNBmP