নেত্রকোনা ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

৩৮৩ জনকে চাকরি দেবে কারা অধিদপ্তর, আবেদন অনলাইনে

  • আপডেট : ০৭:৪৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • ১১১

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। কারারক্ষী (পুরুষ ও নারী) পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

পদের নাম: কারারক্ষী

পদ সংখ্যা: ৩৫৪।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ১.৬৭ মিটার, বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা।

পদের নাম: মহিলা কারারক্ষী

 

পদ সংখ্যা: ২৯।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা নারীদের ক্ষেত্রে ১.৫৭ মিটার, বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি থাকতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

 

কারারক্ষী পদে জেলাভিত্তিক শূন্য পদ :

ঢাকা ৪৫, গাজীপুর ১২, মুন্সিগঞ্জ ২৬, নারায়ণগঞ্জ ২৬, মাদারীপুর ৭, শরীয়তপুর ১৪, কিশোরগঞ্জ, ৫, ময়মনসিংহ ৪, শেরপুর ১, চট্টগ্রাম ৩৭, বান্দরবান ৪, কক্সবাজার ৭, ব্রাহ্মণবাড়িয়া ৩, চাঁদপুর ৯, কুমিল্লা ৮, খাগড়াছড়ি ১, ফেনী ৫, লক্ষ্মীপুর ৮, নোয়াখালী ৫, রাঙামাটি ৩, সিলেট ৯, মৌলভীবাজার ১০, সুনামগঞ্জ ১১, হবিগঞ্জ ৪, রাজশাহী ১, জয়পুরহাট ২, নওগাঁ ২, নাটোর ২, বগুড়া ১, রংপুর ১১, দিনাজপুর ২, গাইবান্ধা ৯, লালমনিরহাট ৪, নীলফামারী ৪, পঞ্চগড় ২, ঠাকুরগাঁও ১, খুলনা ৬, ঝিনাইদহ ৪, মাগুরা ৮, নড়াইল ৬, সাতক্ষীরা ১৩, চুয়াডাঙা ২, মেহেরপুর ২, ভোলা ৩, ঝালকাঠি ২ ও পিরোজপুর ৩।

মহিলা কারারক্ষী পদে জেলাভিত্তিক শূন্য পদ :

ঢাকা ৫, গাজীপুর ১, নরসিংদী ১, টাঙ্গাইল ১, কক্সবাজার ১, কুমিল্লা ২, ফেনী ১, লক্ষ্মীপুর ১, নোয়াখালী ২, সিলেট ১, মৌলবীবাজার ১, সুনামগঞ্জ ২, হবিগঞ্জ ১, বরিশাল ১, ভোলা ৪, ঝালকাঠি ১, পিরোজপুর ১ ও পটুয়াখালী ২।

 

 

বয়সসীমা :

আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ ডিসেম্বর ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ২১ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি, তারাও আবেদন করতে পারবেন।

 

 

আবেদনের নিয়ম :

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদন করা লাগবে। আবেদনের শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে। ‘

সূত্র: রাইজিংবিডি

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

৩৮৩ জনকে চাকরি দেবে কারা অধিদপ্তর, আবেদন অনলাইনে

আপডেট : ০৭:৪৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। কারারক্ষী (পুরুষ ও নারী) পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

 

পদের নাম: কারারক্ষী

পদ সংখ্যা: ৩৫৪।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ১.৬৭ মিটার, বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার, ওজন ৫২ কেজি। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা।

পদের নাম: মহিলা কারারক্ষী

 

পদ সংখ্যা: ২৯।

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। উচ্চতা নারীদের ক্ষেত্রে ১.৫৭ মিটার, বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি থাকতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

 

কারারক্ষী পদে জেলাভিত্তিক শূন্য পদ :

ঢাকা ৪৫, গাজীপুর ১২, মুন্সিগঞ্জ ২৬, নারায়ণগঞ্জ ২৬, মাদারীপুর ৭, শরীয়তপুর ১৪, কিশোরগঞ্জ, ৫, ময়মনসিংহ ৪, শেরপুর ১, চট্টগ্রাম ৩৭, বান্দরবান ৪, কক্সবাজার ৭, ব্রাহ্মণবাড়িয়া ৩, চাঁদপুর ৯, কুমিল্লা ৮, খাগড়াছড়ি ১, ফেনী ৫, লক্ষ্মীপুর ৮, নোয়াখালী ৫, রাঙামাটি ৩, সিলেট ৯, মৌলভীবাজার ১০, সুনামগঞ্জ ১১, হবিগঞ্জ ৪, রাজশাহী ১, জয়পুরহাট ২, নওগাঁ ২, নাটোর ২, বগুড়া ১, রংপুর ১১, দিনাজপুর ২, গাইবান্ধা ৯, লালমনিরহাট ৪, নীলফামারী ৪, পঞ্চগড় ২, ঠাকুরগাঁও ১, খুলনা ৬, ঝিনাইদহ ৪, মাগুরা ৮, নড়াইল ৬, সাতক্ষীরা ১৩, চুয়াডাঙা ২, মেহেরপুর ২, ভোলা ৩, ঝালকাঠি ২ ও পিরোজপুর ৩।

মহিলা কারারক্ষী পদে জেলাভিত্তিক শূন্য পদ :

ঢাকা ৫, গাজীপুর ১, নরসিংদী ১, টাঙ্গাইল ১, কক্সবাজার ১, কুমিল্লা ২, ফেনী ১, লক্ষ্মীপুর ১, নোয়াখালী ২, সিলেট ১, মৌলবীবাজার ১, সুনামগঞ্জ ২, হবিগঞ্জ ১, বরিশাল ১, ভোলা ৪, ঝালকাঠি ১, পিরোজপুর ১ ও পটুয়াখালী ২।

 

 

বয়সসীমা :

আবেদনকারীর বয়স ২০২২ সালের ১ ডিসেম্বর ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ যাঁদের বয়স ২১ বছর (বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর) অতিক্রান্ত হয়নি, তারাও আবেদন করতে পারবেন।

 

 

আবেদনের নিয়ম :

আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। ২০ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদন করা লাগবে। আবেদনের শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে। ‘

সূত্র: রাইজিংবিডি