নেত্রকোনা ০৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সেইদিনগুলি-এ কে সরকারশাওন

  • আপডেট : ০৪:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯
  • ৪৫৫

কতনা স্বপ্নময়ছিল
আহা সেইদিনগুলি;
অক্ষেপে মরিনিশিদিন,
কত দ্রæত গেছে চলি!

দল বেঁধেছুটেছি
টগবগেউল্কার বেগে,
রাগ, অনুরাগআর
গভীরআবেগে!

দাবড়ে বেড়িয়েছি
নীলে-ভুতলে-অচলে!
গড়াগড়ি খেয়েছি কত
পতেঙ্গায় সাগরেরজলে!

ফ্যালকনের চোখে
যা দেখেছি সব,
হৃদয়েরক্যানভাসে
আছেঅনুভব!

ঘুরাঘুরিআড্ডায়
ধুমধামে কেটেছে সময়!
উৎসবের ছোঁয়ায়রুমটা
ছিলআনন্দময়!

তিন দশকপরেওআজ
কত কথাপড়েমনে!
কে কোথায়ছুটছে
পোড়াজীবনেরটানে!

চতুর্দশেরসবইরতœ,
ধনে-মানে গুনে-বেগুনে!
ফিককরে হেসে ফেলি
দুষ্টামিপড়লেমনে!

কেহ কেহ সব ছেড়ে;
নিয়েছেপরপারেঠাঁই !
তাদেরহাসিমাখামুখখানা
আজোভুলিনাই!

সবসাথীসুখে থাকুক ,
যাক যেখানেইযতদূরে !
সবাইকেমিনতিকরি
বন্ধুত্ব রেখোধরে!

কবিতাঃ সেইদিনগুলি
কাব্যগ্রন্থঃপ্রান্তিক-প্রান্তরে
এ কে সরকারশাওন
শাওনাজ, ঢাকা!
৭ নভেম্বর ২০১৯
উৎসর্গঃবাংলাদেশ বিমানবাহিনীরচতুর্দশ দল!

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

সেইদিনগুলি-এ কে সরকারশাওন

আপডেট : ০৪:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯

কতনা স্বপ্নময়ছিল
আহা সেইদিনগুলি;
অক্ষেপে মরিনিশিদিন,
কত দ্রæত গেছে চলি!

দল বেঁধেছুটেছি
টগবগেউল্কার বেগে,
রাগ, অনুরাগআর
গভীরআবেগে!

দাবড়ে বেড়িয়েছি
নীলে-ভুতলে-অচলে!
গড়াগড়ি খেয়েছি কত
পতেঙ্গায় সাগরেরজলে!

ফ্যালকনের চোখে
যা দেখেছি সব,
হৃদয়েরক্যানভাসে
আছেঅনুভব!

ঘুরাঘুরিআড্ডায়
ধুমধামে কেটেছে সময়!
উৎসবের ছোঁয়ায়রুমটা
ছিলআনন্দময়!

তিন দশকপরেওআজ
কত কথাপড়েমনে!
কে কোথায়ছুটছে
পোড়াজীবনেরটানে!

চতুর্দশেরসবইরতœ,
ধনে-মানে গুনে-বেগুনে!
ফিককরে হেসে ফেলি
দুষ্টামিপড়লেমনে!

কেহ কেহ সব ছেড়ে;
নিয়েছেপরপারেঠাঁই !
তাদেরহাসিমাখামুখখানা
আজোভুলিনাই!

সবসাথীসুখে থাকুক ,
যাক যেখানেইযতদূরে !
সবাইকেমিনতিকরি
বন্ধুত্ব রেখোধরে!

কবিতাঃ সেইদিনগুলি
কাব্যগ্রন্থঃপ্রান্তিক-প্রান্তরে
এ কে সরকারশাওন
শাওনাজ, ঢাকা!
৭ নভেম্বর ২০১৯
উৎসর্গঃবাংলাদেশ বিমানবাহিনীরচতুর্দশ দল!