নেত্রকোনা ১০:০৬ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

  • আপডেট : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
  • ২২৮

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

‘নিরাপদ খাদ্য আমাদের অধিকার’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, খাদ্য আমাদের বেঁচে থাকার প্রধান হাতিয়ার।কিন্তু খাদ্যে ভেজালের কারণে সে খাদ্যই আমাদের বিভিন্ন রোগব্যাধীসহ মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক নাগরিকের ভোক্তা অধিকার আছে। আমরা নিজেদের অজান্তেই এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সারা বিশ্বেই ভোক্তা অধিকার নিয়ে বিভিন্ন্ সংগঠন কাজ করছে। আমাদের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার সময় দেখা যায় বিভিন্ন দোকানে খাবারের মান নি¤œ কিন্তু দাম অনেক বেশি। এর ফলে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।

এসময় খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানে ভোক্তাদের অধিকারসমূহ এবং সেসব অধিকার ক্ষুণœ হলে কি পরিণতি হতে পারে সে বিষয়ে সচেতন করা হয়। আসন্ন ভর্তি পরীক্ষার সময় ন্যায্যমূল্য তালিকা রাখা, খাবারের মান অক্ষুণœ রাখাসহ ভোক্তা অধিকার যেন লঙ্ঘন না করতে পরামর্শ দেওয়া হয়। এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিল আমানা বিগ বাজার লিমিটেড।

উল্লেখ্য, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে কনসাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস) এর যুব সংগঠন হিসেবে ২৭শে অক্টোবর, ২০১৮ সালে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর যাত্রা শুরু হয়।

 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

রাবিতে বিশ্ব খাদ্য দিবস পালিত

আপডেট : ০৮:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

‘নিরাপদ খাদ্য আমাদের অধিকার’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১২টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ বুদ্ধিজীবি চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, খাদ্য আমাদের বেঁচে থাকার প্রধান হাতিয়ার।কিন্তু খাদ্যে ভেজালের কারণে সে খাদ্যই আমাদের বিভিন্ন রোগব্যাধীসহ মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক নাগরিকের ভোক্তা অধিকার আছে। আমরা নিজেদের অজান্তেই এ অধিকার থেকে বঞ্চিত হচ্ছি প্রতিনিয়ত। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সারা বিশ্বেই ভোক্তা অধিকার নিয়ে বিভিন্ন্ সংগঠন কাজ করছে। আমাদের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার সময় দেখা যায় বিভিন্ন দোকানে খাবারের মান নি¤œ কিন্তু দাম অনেক বেশি। এর ফলে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।

এসময় খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পাসের বিভিন্ন খাবারের দোকানে ভোক্তাদের অধিকারসমূহ এবং সেসব অধিকার ক্ষুণœ হলে কি পরিণতি হতে পারে সে বিষয়ে সচেতন করা হয়। আসন্ন ভর্তি পরীক্ষার সময় ন্যায্যমূল্য তালিকা রাখা, খাবারের মান অক্ষুণœ রাখাসহ ভোক্তা অধিকার যেন লঙ্ঘন না করতে পরামর্শ দেওয়া হয়। এ কার্যক্রমের সার্বিক সহযোগিতায় ছিল আমানা বিগ বাজার লিমিটেড।

উল্লেখ্য, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে কনসাস কনজ্যুমার সোসাইটি (সিসিএস) এর যুব সংগঠন হিসেবে ২৭শে অক্টোবর, ২০১৮ সালে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর যাত্রা শুরু হয়।