শফিকুল আলম শাহীন : নেত্রকোনার পূর্বধলায় মডার্ন আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র আব্দুল্লাহ হত্যার ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহত শিশু আব্দুল্লার স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী।
আজ বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার ছোছাউড়া গ্রামে মডার্ন আইডিয়াল স্কুলের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা পুলিশের হাতে হত্যাকারী সন্দেহে আটক বাবুল বেপারী (৪৮) ও বাকি হত্যাকারীদের বের করে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।,
নিহত শিশুর বাবা জামাল মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান, গত এক বছর আগে তার প্রতিবেশি বাবুল বেপারীর মেয়ে মনি আক্তারের সাথে তারই চাচাত শ্যালক উপজেলার ভিতরগাঁও গ্রামের আবুল কাসেমের ছেলে সুমন মিয়ার বিয়ে হয়। আর ওই বিয়ের ঘটক ছিলেন তিনি।,
বিয়ের পর থেকেই ওই দম্পতিতের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই মধ্যে গত মাস দেড়েক আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এ নিয়ে প্রতিবেশেী বাবুল বেপারী জামাল মিয়াকে প্রায়ই গালমন্দ করতেন ও দেখে নেওয়ার হুমকী দিতেন। জামাল মিয়া ও তার পরিবারের অভিযোগ ওই বিরোধকে কেন্দ্র করেই বাবুল বেপারী তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
আরও পড়ুন… পূর্বধলায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নেত্রকোনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফকরুজ্জামান জুয়েল জানান, এ ঘটনায় বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ছোড়াউড়া গ্রামের মৃত কলিম বেপারীর ছেলে বাবুল বেপারীকে আটক করা হয়। আটককৃত বাবুল বেপারী প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, উপজেলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের জামাল মিয়ার ছেলে ও স্থানীয় মডার্ন আইডিয়াল স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র আব্দুল্লাহ (৬) নামের ওই শিশুর মরদেহ গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার পূর্বধলা-দেওটুকোন সড়কের পাশে একটি ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত সোমবার (১৬ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় আব্দুল্লাহ ।,’
আপনার মতামত লিখুন :