নেত্রকোনা ০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুরে বালুমহালের ইজারাদারকে মারপিট, লুটপাট ও চাঁদাদাবীর ঘটনায় মামলা

  • আপডেট : ০৬:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ২৫৯

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনার দুর্গাপুরে ৩নং মহালের ইজারাদার নিজাম উদ্দিন আজাদকে বেদম মারপিট ও চাঁদাদাবীর ঘটনায় তার ছোট ভাই মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় বুধবার (২৫ সেপ্টেম্বর) একটি মামলা দায়ের করেছেন।

বিরিশিরি জিবিসি খেলার মাঠের উত্তর-পশ্চিম পার্শে খাজনা আদায় কেন্দ্রের সামনে (২৩ সেপ্টেম্বর) সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমানের সাথে কথা হলে এ পর্যন্ত এই মামলার কেউ প্রেপ্তার হয়নি বলে জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩নং বালু মহাল ইজারাদার নিজাম উদ্দিনের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো জেলা মটরযান পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক। চাঁদা না দেওয়ায় প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিতে থাকেন তিনি। পরে দু’টি বালুবাহী ট্রাকের রয়েলটি মওফুক করে দেয়ার চাপ দেন।

তার শর্ত মেনে না নেয়ায় ক্ষেপে যান ওই পরিবহন শ্রমিক নেতা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০/৪৫ জন শ্রমিক বালু মহালের ইজারাদারের উপর অতর্কিত হামলা করে।

এসময় শান্তিপুর গ্রামের মৃত আ. আজিজের পুত্র (২৫) রয়েলটি অফিসের দুই লক্ষ ৫০ হাজার টাকা ড্রয়ার খুলে নিয়ে যায়। ওই হামলায় গুরুতর আহত নিজাম উদ্দিন আজাদকে (৫০) বিরিশিরিস্থ শ্রমিক কার্যালয়ে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়রা অবস্থার অবনতি দেখে সরকারি হাসপাতালে ভর্তি করে।

এই মারপিট ও চাঁদাবাজির ঘটনায় জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানকে (৫৪) প্রধান অপর ১১ জনের নাম ঠিকানা উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে বিবাদী করে ২৫ সেপ্টেম্বর দুর্গাপুর থানার একটি মামলা দায়ের করেন আহতের ছোট ভাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগটি আমলে নেয়া হয়েছে এবং প্রেপ্তারের বিষয়ে বলেন এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

দুর্গাপুরে বালুমহালের ইজারাদারকে মারপিট, লুটপাট ও চাঁদাদাবীর ঘটনায় মামলা

আপডেট : ০৬:০৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

নেত্রকোনার দুর্গাপুরে ৩নং মহালের ইজারাদার নিজাম উদ্দিন আজাদকে বেদম মারপিট ও চাঁদাদাবীর ঘটনায় তার ছোট ভাই মো. ইসলাম উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় বুধবার (২৫ সেপ্টেম্বর) একটি মামলা দায়ের করেছেন।

বিরিশিরি জিবিসি খেলার মাঠের উত্তর-পশ্চিম পার্শে খাজনা আদায় কেন্দ্রের সামনে (২৩ সেপ্টেম্বর) সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর থানার ওসি মিজানুর রহমানের সাথে কথা হলে এ পর্যন্ত এই মামলার কেউ প্রেপ্তার হয়নি বলে জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩নং বালু মহাল ইজারাদার নিজাম উদ্দিনের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো জেলা মটরযান পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক। চাঁদা না দেওয়ায় প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিতে থাকেন তিনি। পরে দু’টি বালুবাহী ট্রাকের রয়েলটি মওফুক করে দেয়ার চাপ দেন।

তার শর্ত মেনে না নেয়ায় ক্ষেপে যান ওই পরিবহন শ্রমিক নেতা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সভাপতি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে প্রায় ৪০/৪৫ জন শ্রমিক বালু মহালের ইজারাদারের উপর অতর্কিত হামলা করে।

এসময় শান্তিপুর গ্রামের মৃত আ. আজিজের পুত্র (২৫) রয়েলটি অফিসের দুই লক্ষ ৫০ হাজার টাকা ড্রয়ার খুলে নিয়ে যায়। ওই হামলায় গুরুতর আহত নিজাম উদ্দিন আজাদকে (৫০) বিরিশিরিস্থ শ্রমিক কার্যালয়ে নিয়ে অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়রা অবস্থার অবনতি দেখে সরকারি হাসপাতালে ভর্তি করে।

এই মারপিট ও চাঁদাবাজির ঘটনায় জেলা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমানকে (৫৪) প্রধান অপর ১১ জনের নাম ঠিকানা উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা ৩০/৩৫ জনকে বিবাদী করে ২৫ সেপ্টেম্বর দুর্গাপুর থানার একটি মামলা দায়ের করেন আহতের ছোট ভাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগটি আমলে নেয়া হয়েছে এবং প্রেপ্তারের বিষয়ে বলেন এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।