দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “কর্মসংস্থান ও ভোটাধিকার সংগ্রামে জেগে ওঠো তারুন্য” এ শ্লোগানকে সামনে রেখে কমরেড মনিসিংহ স্মৃতি যাদুঘর মিলনায়তেন বাংলাদেশ যুবইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিতহয়েছে। শুক্রবার রাতে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্মেলন উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিবীদ ও কমরেড মনিসিংহ মেলা উদযাপন কমিটির আহবায়ক বাবু দূর্গা প্রসাদ তেওয়ারী।,’
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে, সাধারণসম্পাদক দিলীপ কুমার ঘোষ’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ,
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি’র কেন্দ্রিয় কমিটির সদস্য ডাঃ দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবইউনিয়ন কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক খাঁন আসাদুজ্জামান মাসুম, সদস্য আসাদুল ইসলাম আজিম, জেলা কমিটির সাধারন সম্পাদক মোস্তফা কামাল, সিপিবি কলমাকান্দা উপজেলা কমিটির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান, দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সম্পাদক রুপন কুমার সরকার, যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খাঁন, উপজেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আল-আমিন প্রমুখ।,
সম্মেলনের ২য় পর্বে শুক্রবার রাতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মোঃ নজরুল ইসলামকে সভাপতি, মোঃ রমজান আলী সরকারকে সাধারণ সম্পাদক ও মোঃ আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা করা হয়।’
আপনার মতামত লিখুন :