নেত্রকোনা ০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

  • আপডেট : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
  • ২০৮

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে পৌনে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ‘সি’ ইউনিটের পরীক্ষায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট অনুষদ অধিকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রাবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিলে প্রকৃত মেধা যাচাই হয়না। তাই রাবিতে বহুনির্বাচনী (এমসিকিউ) পাশাপাশি লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা তাদের যোগ্যতানুযায়ী চান্স পাবে। এছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে স¤পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ভর্তিচ্ছুদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে আমরা ১৮টি হেল্প ডেস্ক রেখেছি।

জালিয়াতির বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষায় আমাদের একটা ঐতিহ্য আছে। জালিয়াতির মাধ্যমে কেউ যদি ভর্তি হলে যখনই প্রমাণ পাওয়া যাবে তখনই ছাত্রত্ব বাতিল করা হবে। জালিয়াতিসহ সকল ধরণের অপতৎপরতা ঠেকাতে তৎপর আছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অসংখ্য সদস্য।

 

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

রাবির প্রথম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

আপডেট : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯

মেহেদী হাসান,রাবি সংবাদদাতা:

কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সোমবার দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষার প্রথম দিন ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল ৯টা থেকে পৌনে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার ‘সি’ ইউনিটের পরীক্ষায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষা চলাকালে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক একেএম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক এমএ বারী, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানসহ সংশ্লিষ্ট অনুষদ অধিকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রাবি উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিলে প্রকৃত মেধা যাচাই হয়না। তাই রাবিতে বহুনির্বাচনী (এমসিকিউ) পাশাপাশি লিখিত পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। এতে প্রকৃত মেধাবীরা তাদের যোগ্যতানুযায়ী চান্স পাবে। এছাড়া ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে স¤পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ভর্তিচ্ছুদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে আমরা ১৮টি হেল্প ডেস্ক রেখেছি।

জালিয়াতির বিষয়ে তিনি বলেন, ভর্তি পরীক্ষায় আমাদের একটা ঐতিহ্য আছে। জালিয়াতির মাধ্যমে কেউ যদি ভর্তি হলে যখনই প্রমাণ পাওয়া যাবে তখনই ছাত্রত্ব বাতিল করা হবে। জালিয়াতিসহ সকল ধরণের অপতৎপরতা ঠেকাতে তৎপর আছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার অসংখ্য সদস্য।