নেত্রকোনা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মদনে আগুনে পুড়েছে ২ কৃষকের বসত ঘর

  • আপডেট : ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯
  • ১৯৫

নেত্রকোনার মদনে অগ্নিকান্ডে দুই কৃষকের বসত বাড়ির ৩টি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাড়ৈউড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।

এলাকাবাসী জানায়, সোমবার রাত ৭টার দিকে বাড়ৈউড়া এলাকার হিরা মিয়ার বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং মদন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে হিরা মিয়ার ঘরসহ আকবর আলী ফকির লছকন মিয়ার টিন দিয়ে তৈরি ৩টি ঘর ও এসএসসি পড়–য়া শিক্ষার্থীর বইসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবার গুলোর কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিন,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের ক্ষয়ক্ষতি দেখে মর্মাহত হন এবং সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

মদনে আগুনে পুড়েছে ২ কৃষকের বসত ঘর

আপডেট : ০৩:৪৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯

নেত্রকোনার মদনে অগ্নিকান্ডে দুই কৃষকের বসত বাড়ির ৩টি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাতে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাড়ৈউড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।

এলাকাবাসী জানায়, সোমবার রাত ৭টার দিকে বাড়ৈউড়া এলাকার হিরা মিয়ার বসত ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং মদন ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে হিরা মিয়ার ঘরসহ আকবর আলী ফকির লছকন মিয়ার টিন দিয়ে তৈরি ৩টি ঘর ও এসএসসি পড়–য়া শিক্ষার্থীর বইসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবার গুলোর কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিন,সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের ক্ষয়ক্ষতি দেখে মর্মাহত হন এবং সরকার কর্তৃক সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।