নেত্রকোনা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে মুখোশ পরে খেলবেন তিনি

  • আপডেট : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • ১১৭

দক্ষিণ কোরিয়া ফুটবলের পোস্টার বয় সন হিউং-মিন। এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা। তাকে ঘিরেই সব প্রত্যাশা এশিয়ার এই সেরা দলটির। কিন্তু চোট সারাতে বাঁ-চোখে অস্ত্রোপচার করে কাতার বিশ্বকাপে এ তারকার অংশ নেওয়া নিয়েই চলছিল শঙ্কা। তবে দেশের স্বার্থে এমন শারীরিক অবস্থা নিয়েও মাঠে নামতে প্রস্তুত সন। ঝুঁকি নিয়েও বিশ্বকাপ খেলতে চান টটেনহাম ফরোয়ার্ড।,

 

তা হলে চোখের কি হবে? এ জন্য চিকিৎসক একটি উপায় বাতলে দিয়েছেন তাকে। তা হলো মুখোশ পরে খেলার। বিশ্বকাপে প্রতিরক্ষামূলক মুখোশ পরেই মাঠে নামবেন সন হিউং-মিন। এর পরও গ্রুপপর্বে দক্ষিণ কোরিয়ার সব ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ,

 

সন জানালেন, চোখের যে অবস্থা তাতে বিশ্রামই শ্রেয়। কিন্তু বিশ্বকাপ মিস করা যাবে না। যতটা সম্ভব চেষ্টা করবেন মাঠের লড়াইয়ে নামার। ভক্তদের মুখে হাসি ফোটাতে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি তিনি। মুখোশ পরে খেলার অনুশীলনও শুরু করে দিয়েছেন সন। দোহায় জাতীয় দলের সঙ্গে দেখা গেল মুখোশ লাগানো সনকে। ,

 

অনুশীলন শেষে সাংবাদিকদের সন বললেন, ‘আমি চিকিৎসক নই। তাই এ পরিস্থিতি নিয়ে খেলতে পারব কিনা স্পষ্ট বলতে পারছি না। প্রতিটি ম্যাচ খেলতে পারব কিনা তাও জানি না। তবে পরিস্থিতি অনুযায়ী আমি যথাসাধ্য চেষ্টা করব। ফুটবলাররা সবসময় এ ধরনের ঝুঁকির মধ্যেই লড়াই করে। আমি শুধু আমাদের সমর্থকদের আনন্দ দিতে ও ভরসা জোগাতে চাই। এ জন্য আমি ঝুঁকি নিতেও রাজি।’,

 

চলতি মাসে চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে টটেনহ্যামের ২-১ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধে চোট পান হিউং-মিন। ২৩তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে বাঁ চোখের পাশে আঘাত পাওয়ায় তাকে তুলে নেওয়া হয়। চোট সারিয়ে তুলতে এর পর হিউং-মিনের অস্ত্রোপচার করানো হয়। কিন্তু এরই মধ্যে বিশ্বকাপ চলে এলো। ,

 

বিশ্বকাপে কোরিয়া আছে ‘এইচ’ গ্রুপে। প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর, তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এই গ্রুপের অন্য দুদল পর্তুগাল ও ঘানা।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় নিজ মেয়েকে হত্যা করে শেষ রক্ষা হলো না মায়ের

বিশ্বকাপে মুখোশ পরে খেলবেন তিনি

আপডেট : ০৩:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২

দক্ষিণ কোরিয়া ফুটবলের পোস্টার বয় সন হিউং-মিন। এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় তারকা। তাকে ঘিরেই সব প্রত্যাশা এশিয়ার এই সেরা দলটির। কিন্তু চোট সারাতে বাঁ-চোখে অস্ত্রোপচার করে কাতার বিশ্বকাপে এ তারকার অংশ নেওয়া নিয়েই চলছিল শঙ্কা। তবে দেশের স্বার্থে এমন শারীরিক অবস্থা নিয়েও মাঠে নামতে প্রস্তুত সন। ঝুঁকি নিয়েও বিশ্বকাপ খেলতে চান টটেনহাম ফরোয়ার্ড।,

 

তা হলে চোখের কি হবে? এ জন্য চিকিৎসক একটি উপায় বাতলে দিয়েছেন তাকে। তা হলো মুখোশ পরে খেলার। বিশ্বকাপে প্রতিরক্ষামূলক মুখোশ পরেই মাঠে নামবেন সন হিউং-মিন। এর পরও গ্রুপপর্বে দক্ষিণ কোরিয়ার সব ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। ,

 

সন জানালেন, চোখের যে অবস্থা তাতে বিশ্রামই শ্রেয়। কিন্তু বিশ্বকাপ মিস করা যাবে না। যতটা সম্ভব চেষ্টা করবেন মাঠের লড়াইয়ে নামার। ভক্তদের মুখে হাসি ফোটাতে যে কোনো ত্যাগ স্বীকার করতে রাজি তিনি। মুখোশ পরে খেলার অনুশীলনও শুরু করে দিয়েছেন সন। দোহায় জাতীয় দলের সঙ্গে দেখা গেল মুখোশ লাগানো সনকে। ,

 

অনুশীলন শেষে সাংবাদিকদের সন বললেন, ‘আমি চিকিৎসক নই। তাই এ পরিস্থিতি নিয়ে খেলতে পারব কিনা স্পষ্ট বলতে পারছি না। প্রতিটি ম্যাচ খেলতে পারব কিনা তাও জানি না। তবে পরিস্থিতি অনুযায়ী আমি যথাসাধ্য চেষ্টা করব। ফুটবলাররা সবসময় এ ধরনের ঝুঁকির মধ্যেই লড়াই করে। আমি শুধু আমাদের সমর্থকদের আনন্দ দিতে ও ভরসা জোগাতে চাই। এ জন্য আমি ঝুঁকি নিতেও রাজি।’,

 

চলতি মাসে চ্যাম্পিয়নস লিগে মার্সেইয়ের বিপক্ষে টটেনহ্যামের ২-১ গোলের জয়ের ম্যাচে প্রথমার্ধে চোট পান হিউং-মিন। ২৩তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে বাঁ চোখের পাশে আঘাত পাওয়ায় তাকে তুলে নেওয়া হয়। চোট সারিয়ে তুলতে এর পর হিউং-মিনের অস্ত্রোপচার করানো হয়। কিন্তু এরই মধ্যে বিশ্বকাপ চলে এলো। ,

 

বিশ্বকাপে কোরিয়া আছে ‘এইচ’ গ্রুপে। প্রথম ম্যাচ আগামী ২৪ নভেম্বর, তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। এই গ্রুপের অন্য দুদল পর্তুগাল ও ঘানা।’