নেত্রকোনা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় ডেঙ্গুর জীবানু বহনকারী এডিস মশার লার্ভা সন্ধান

  • আপডেট : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
  • ২৭৭

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

অবশেষে নেত্রকোনায়ও মিলল এডিস মশার লার্ভা। সনাক্ত ও তা ধংস করতে বুধবার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শহরের হোসেনপুর আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় পৌরসভার কাউন্সিলর শেখ হেলাল ও পুলিশের একটি টিম নিয়ে দুপুরে এই কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার কামাল। পরে মোবাইল কোর্টের মাধ্যমে এ সকল টায়ার বিএডিসি গুদামের সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেই সাথে জরিমানাও করা হয়।

এর আগে ৯ সদস্যের একটি লার্ভা সনাক্তের টিম বিভিন্ন টার্মিনালে খোঁজ করে আন্তঃজেলা টার্মিনালের পাশে রুকনের বাড়িতে পরিত্যাক্ত টায়ারে এডিসের লার্ভা সনাক্ত করেন।

সনাক্ত টিমের প্রধান কীটতত্ব টেকনিশিয়ান মঞ্জুরুল হক জানান, টায়ারগুলোতে যেহেতু বেশ কিছু লার্ভা পাওয়া গেছে সুতরাং আরো থাকতে পারে। তাই অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার কামাল জানান, শহরের বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত চলমান রয়েছে। যেখানেই এডিসের লার্ভা পাওয়া যাবে তা ধংসের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

এদিকে পৌরসভার উদ্যোগে পরিছন্নতাসহ ফগার মেশিন দিয়ে সমস্ত এলাকার মশা নিধনের ব্যাবস্থা চলছে।

পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান জানান, মশক নিধিন অভিযান এবং পরিছন্নতা ও সচেতনতা কার্যক্রম চলছে। ভয়ের কোন কারণ নেই। যারা ডেঙ্গুতে আক্রান্ত তারা সবাই ঢাকা থেকে আগত।

এ ব্যাপারে নেত্রকোনা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, এ পর্যন্ত ঢাকা থেকে আগত ৮৩ জন রোগীকে নেত্রকোনায় চিকিৎসা দেয়া হয়েছে। যেহেতু শেষ পর্যন্ত নেত্রকোনায় লার্ভা পাওয়াই গেছে, সেহেতু সকলকে আরো সচেতন হতে হবে।

এই মশাগুলো আক্রান্ত রোগী সহ অন্যদের কামড়ালে ডেঙ্গু হবেই। সে কারণে সকলেই মশারি কয়েল ব্যাবহারের পাশাপাশি নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। এছাড়া প্রশাসনের উদ্যোগে স্থানীয় চ্যানেলে স্কল এবং বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

নেত্রকোনায় ডেঙ্গুর জীবানু বহনকারী এডিস মশার লার্ভা সন্ধান

আপডেট : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯

কে. এম. সাখাওয়াত হোসেন, নেত্রকোনা :

অবশেষে নেত্রকোনায়ও মিলল এডিস মশার লার্ভা। সনাক্ত ও তা ধংস করতে বুধবার শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শহরের হোসেনপুর আন্তঃজেলা বাসটার্মিনাল এলাকায় পৌরসভার কাউন্সিলর শেখ হেলাল ও পুলিশের একটি টিম নিয়ে দুপুরে এই কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার কামাল। পরে মোবাইল কোর্টের মাধ্যমে এ সকল টায়ার বিএডিসি গুদামের সামনে নিয়ে পুড়িয়ে ফেলা হয়। সেই সাথে জরিমানাও করা হয়।

এর আগে ৯ সদস্যের একটি লার্ভা সনাক্তের টিম বিভিন্ন টার্মিনালে খোঁজ করে আন্তঃজেলা টার্মিনালের পাশে রুকনের বাড়িতে পরিত্যাক্ত টায়ারে এডিসের লার্ভা সনাক্ত করেন।

সনাক্ত টিমের প্রধান কীটতত্ব টেকনিশিয়ান মঞ্জুরুল হক জানান, টায়ারগুলোতে যেহেতু বেশ কিছু লার্ভা পাওয়া গেছে সুতরাং আরো থাকতে পারে। তাই অভিযান অব্যাহত থাকবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার কামাল জানান, শহরের বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত চলমান রয়েছে। যেখানেই এডিসের লার্ভা পাওয়া যাবে তা ধংসের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

এদিকে পৌরসভার উদ্যোগে পরিছন্নতাসহ ফগার মেশিন দিয়ে সমস্ত এলাকার মশা নিধনের ব্যাবস্থা চলছে।

পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান জানান, মশক নিধিন অভিযান এবং পরিছন্নতা ও সচেতনতা কার্যক্রম চলছে। ভয়ের কোন কারণ নেই। যারা ডেঙ্গুতে আক্রান্ত তারা সবাই ঢাকা থেকে আগত।

এ ব্যাপারে নেত্রকোনা সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, এ পর্যন্ত ঢাকা থেকে আগত ৮৩ জন রোগীকে নেত্রকোনায় চিকিৎসা দেয়া হয়েছে। যেহেতু শেষ পর্যন্ত নেত্রকোনায় লার্ভা পাওয়াই গেছে, সেহেতু সকলকে আরো সচেতন হতে হবে।

এই মশাগুলো আক্রান্ত রোগী সহ অন্যদের কামড়ালে ডেঙ্গু হবেই। সে কারণে সকলেই মশারি কয়েল ব্যাবহারের পাশাপাশি নিজ আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। এছাড়া প্রশাসনের উদ্যোগে স্থানীয় চ্যানেলে স্কল এবং বিজ্ঞপ্তি দেয়া হচ্ছে বলে জানান সিভিল সার্জন।