নেত্রকোনা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুরে পাল্টা সংবাদ সম্মেলন

  • আপডেট : ০৫:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ৮২১

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর বিরুদ্ধে ভিজিডি কার্ড প্রদানে অনিয়ম সহ নানা দুর্নীতি করেছেন মর্মে প্রকাশিত সংবাদের ভিত্তিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

ইউপি চেয়ারম্যান তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত ৭ অক্টোবর সংশ্লিষ্ট পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য মো. জাহের আলী সহ কতিপয় লোকজন বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মতিন ও তাঁর ছেলে সোহাগ টাকার বিনিময়ে বিভিন্ন মহিলাদের ভিজিডি কার্ড প্রদান, কার্ডের চাল আত্মসাৎ করা সহ নানা অনিয়মে জড়িত রয়েছি মর্মে যে সংবাদ পরিবেশন করিয়েছেন, তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ২০১৯-২০ অর্থ বছরে ভিজিডি কর্মসুচীর জন্য ২৫৫ জন মহিলা প্রার্থীকে মনোনীত করা হলে প্রাথমিক তালিকায় ইলেকট্রনিক্স এন্ট্রি দেওয়ায় যে ভুল পরিলক্ষিত হয় তাহা পরবর্তিতে ইউএনও মহোদয়ের নির্দেশে পরিষদের রেজুলেশন ও বিধি মোতাবেক তালিকা প্রনয়ন করে ট্যাগ অফিসারের উপস্থিত চাল বিতরণ করা হয়। যাহা সাবেক চেয়ারম্যান খতিয়ে না দেখে স্থানীয় সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে যে সংবাদ সম্মেলন করেছেন তার কোন ভিত্তি নাই। আমরা মনে করি সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সহ অন্যান্যদের খাটো করেছেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মো. রহিত মিয়া, মো. শাহজাহান, আব্দুল আলী, মো. মহর আলী, রেহেনা খাতুন, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর, মো. হরমুজ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

দুর্গাপুরে পাল্টা সংবাদ সম্মেলন

আপডেট : ০৫:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গাওকান্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর বিরুদ্ধে ভিজিডি কার্ড প্রদানে অনিয়ম সহ নানা দুর্নীতি করেছেন মর্মে প্রকাশিত সংবাদের ভিত্তিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন। শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

ইউপি চেয়ারম্যান তাঁর লিখিত বক্তব্যে বলেন, গত ৭ অক্টোবর সংশ্লিষ্ট পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক ইউপি সদস্য মো. জাহের আলী সহ কতিপয় লোকজন বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মতিন ও তাঁর ছেলে সোহাগ টাকার বিনিময়ে বিভিন্ন মহিলাদের ভিজিডি কার্ড প্রদান, কার্ডের চাল আত্মসাৎ করা সহ নানা অনিয়মে জড়িত রয়েছি মর্মে যে সংবাদ পরিবেশন করিয়েছেন, তা সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ২০১৯-২০ অর্থ বছরে ভিজিডি কর্মসুচীর জন্য ২৫৫ জন মহিলা প্রার্থীকে মনোনীত করা হলে প্রাথমিক তালিকায় ইলেকট্রনিক্স এন্ট্রি দেওয়ায় যে ভুল পরিলক্ষিত হয় তাহা পরবর্তিতে ইউএনও মহোদয়ের নির্দেশে পরিষদের রেজুলেশন ও বিধি মোতাবেক তালিকা প্রনয়ন করে ট্যাগ অফিসারের উপস্থিত চাল বিতরণ করা হয়। যাহা সাবেক চেয়ারম্যান খতিয়ে না দেখে স্থানীয় সাংবাদিকদের ভুল তথ্য প্রদান করে যে সংবাদ সম্মেলন করেছেন তার কোন ভিত্তি নাই। আমরা মনে করি সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সহ অন্যান্যদের খাটো করেছেন। সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মো. রহিত মিয়া, মো. শাহজাহান, আব্দুল আলী, মো. মহর আলী, রেহেনা খাতুন, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবীর, মো. হরমুজ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।