নেত্রকোনা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

টিআরপির শীর্ষে আদালত

  • সোহেল রেজা:
  • আপডেট : ০৫:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
  • ২৯৫

এম কে প্রোডাকশনের ব্যনারে নির্মিত আশরাফ উল ইসলাম পিপিএম এর পরিচালনা ও অভিনীত আদালত প্রায় প্রতি সপ্তাহে টিআরপির সম্মান জনক স্থানে অবস্থান করছে।

উক্ত ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন হাবিব শাকিল ও রাইটার প্যানেল আছেন- ছন্দ, জিমি, মমর রুবেল এবং মিজানুর রহমান লাবু।

আশরাফ উল ইসলাম পিপিএম বলেন- আদালত এর কেন্দ্রিয় চরিত্রটি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার মতে এই চরিত্রটি যে কোন অভিনয় শিল্পীর জীবনে স্বপ্নের চরিত্র। । দর্শক এত স্বল্প সময়ে এভাবে ভালোবাসবে আমি ভাবতেও পারিনি। আমি আশা করছি এটি জনপ্রিয়তা দিনদিন আরো বাড়বে।

আদালত এর নির্বাহী প্রযোজক পীযুষ সেন বলেন- অনেকেই ইউটিউবে কমেন্ট এ বলছেন এটি আমাদের প¦ার্শবর্তী দেশের মতো হচ্ছে না, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাঁরা যে পরিমান বাজেট পাচ্ছে আমরা তার ১০ ভাগের ১ ভাগের মত বাজেট পাচ্ছি, আমাদের স্পন্সর কম মিনিট রেট খুব সামান্য তাই আমরা সার্ধের মধ্যে চেষ্ঠা করছি কিভাবে আরো ভালো করা যায়। আপনার আমাদেরকে পরামশ্য দিলে আমরা তা স্বাদরে গ্রহন করবো।

আমাদের টাইটেল স্পন্সর রংধনু গ্রæপের সম্মানীত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম তাঁর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন একটি সিরিজকে টাইটেল করার জন্য। আদালত দেখতে পাবেন প্রতি মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার রাত ৮:৩০মি: একুশে টিভিতে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

টিআরপির শীর্ষে আদালত

আপডেট : ০৫:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০

এম কে প্রোডাকশনের ব্যনারে নির্মিত আশরাফ উল ইসলাম পিপিএম এর পরিচালনা ও অভিনীত আদালত প্রায় প্রতি সপ্তাহে টিআরপির সম্মান জনক স্থানে অবস্থান করছে।

উক্ত ধারাবাহিকটির পর্ব পরিচালনা করছেন হাবিব শাকিল ও রাইটার প্যানেল আছেন- ছন্দ, জিমি, মমর রুবেল এবং মিজানুর রহমান লাবু।

আশরাফ উল ইসলাম পিপিএম বলেন- আদালত এর কেন্দ্রিয় চরিত্রটি করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। আমার মতে এই চরিত্রটি যে কোন অভিনয় শিল্পীর জীবনে স্বপ্নের চরিত্র। । দর্শক এত স্বল্প সময়ে এভাবে ভালোবাসবে আমি ভাবতেও পারিনি। আমি আশা করছি এটি জনপ্রিয়তা দিনদিন আরো বাড়বে।

আদালত এর নির্বাহী প্রযোজক পীযুষ সেন বলেন- অনেকেই ইউটিউবে কমেন্ট এ বলছেন এটি আমাদের প¦ার্শবর্তী দেশের মতো হচ্ছে না, আমি তাদের প্রতি সম্মান রেখে বলছি, তাঁরা যে পরিমান বাজেট পাচ্ছে আমরা তার ১০ ভাগের ১ ভাগের মত বাজেট পাচ্ছি, আমাদের স্পন্সর কম মিনিট রেট খুব সামান্য তাই আমরা সার্ধের মধ্যে চেষ্ঠা করছি কিভাবে আরো ভালো করা যায়। আপনার আমাদেরকে পরামশ্য দিলে আমরা তা স্বাদরে গ্রহন করবো।

আমাদের টাইটেল স্পন্সর রংধনু গ্রæপের সম্মানীত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম তাঁর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন একটি সিরিজকে টাইটেল করার জন্য। আদালত দেখতে পাবেন প্রতি মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার রাত ৮:৩০মি: একুশে টিভিতে।