নেত্রকোনা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জমি দখলের অভিযোগ

  • আপডেট : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯
  • ৩৫৬

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার গাঁও গৌরীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৃত সাম্মত আলী খাঁনের পরিবারের সদস্যদের জমি দখলের অভিযোগ ওঠেছে একই গ্রামের স্বাধীন খান (৫০) ও সিরাজুল ইসলামের (৩০) বিরুদ্ধে।
মৃত সাম্মত খানের ছেলে মোনায়েম খাঁ অভিযোগ করে জানান, তার চাচা মৃত মুন্নাছ খাঁনের ছেলে স্বাধীন খান ও সিরাজুল ইসলাম তাদের ৩১ শতক জমি জোরপূর্বক দখল করে তাতে ঘর উত্তোলন করেন। এ নিয়ে এলাকায় দেন-দরবার করেও তাদের জমি দখলমুক্ত করতে পারেনি।
তিনি আরো জানান, গৌরীপুর মৌজাধীন জেএলনং-২৫, খতিয়ান নং-৬০০৯ এর ২৩৮, ২৪৭, ৭২৩,৭২৫, ৭২১, ৭১৯ দাগে দখলকৃত ৩১ শতক জমির সকল কাগজপত্র ও রেকর্ড তাদের নামে রয়েছে এবং হালসন পর্যন্ত এ জমির খাজনাও পরিশোধ করেছেন তারা।
এ বিষয়ে সরজমিনে ঘটনাস্থলে গেলে স্বাধীন খান ও সিরাজুল ইসলাম দখলকৃত জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি সাংবাদিকদের।
এসময় স্বাধীন খানের মা সমলা বেগম (৬০) বলেন, মোনায়েম খা তাদের আড়াই শতক জমি দখল করে রেখেছে। তাই তারা মোনায়েম খানদের জমি দখল করেছেন। তিনি আরো বলেন, আড়াই শতক জমির দখল ছেড়ে দিলে তারাও মোনায়েম খানের জমির দখল ছেড়ে দিবেন।
এদিকে মোনায়েম খান এ মন্তব্যের বিরোধীতা করে বলেন, তারা সমলা বেগমের কোন জমি দখল করেনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।
জনপ্রিয়

পূর্বধলায় বণিক সমিতির সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

গৌরীপুরে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জমি দখলের অভিযোগ

আপডেট : ০৩:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার গাঁও গৌরীপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৃত সাম্মত আলী খাঁনের পরিবারের সদস্যদের জমি দখলের অভিযোগ ওঠেছে একই গ্রামের স্বাধীন খান (৫০) ও সিরাজুল ইসলামের (৩০) বিরুদ্ধে।
মৃত সাম্মত খানের ছেলে মোনায়েম খাঁ অভিযোগ করে জানান, তার চাচা মৃত মুন্নাছ খাঁনের ছেলে স্বাধীন খান ও সিরাজুল ইসলাম তাদের ৩১ শতক জমি জোরপূর্বক দখল করে তাতে ঘর উত্তোলন করেন। এ নিয়ে এলাকায় দেন-দরবার করেও তাদের জমি দখলমুক্ত করতে পারেনি।
তিনি আরো জানান, গৌরীপুর মৌজাধীন জেএলনং-২৫, খতিয়ান নং-৬০০৯ এর ২৩৮, ২৪৭, ৭২৩,৭২৫, ৭২১, ৭১৯ দাগে দখলকৃত ৩১ শতক জমির সকল কাগজপত্র ও রেকর্ড তাদের নামে রয়েছে এবং হালসন পর্যন্ত এ জমির খাজনাও পরিশোধ করেছেন তারা।
এ বিষয়ে সরজমিনে ঘটনাস্থলে গেলে স্বাধীন খান ও সিরাজুল ইসলাম দখলকৃত জমির কোন কাগজপত্র দেখাতে পারেনি সাংবাদিকদের।
এসময় স্বাধীন খানের মা সমলা বেগম (৬০) বলেন, মোনায়েম খা তাদের আড়াই শতক জমি দখল করে রেখেছে। তাই তারা মোনায়েম খানদের জমি দখল করেছেন। তিনি আরো বলেন, আড়াই শতক জমির দখল ছেড়ে দিলে তারাও মোনায়েম খানের জমির দখল ছেড়ে দিবেন।
এদিকে মোনায়েম খান এ মন্তব্যের বিরোধীতা করে বলেন, তারা সমলা বেগমের কোন জমি দখল করেনি।