নেত্রকোনা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কলমাকান্দায় স্কুল ছাত্রের আত্মহত্যা

নেত্রকোণার কলমাকান্দায় পরীক্ষায় ফল খারাপ করায়  রুদ্র সরকার আলয় (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র গলায় মাফলার পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।  সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুদ্র কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে কলমাকান্দা বাজারের চা বিক্রেতা রাখাল সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়  সোমবার বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালযের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফল খারাপ করায় মনখারাপ করে বাড়িতে ফেরে রুদ্র। তার জেঠি সাবিতা তাকে জিজ্ঞাসা করে পরীক্ষার রেজাল্ট কি হয়েছে প্রশ্নের কোন উত্তর না দিয়ে সরাসরি ঘরে ঢুকে পড়ে সে।
সন্ধ্যার পরও ঘর থেকে না বের হওয়ায় মা বাড়িতে না থাকায় তার জেঠি ডাকাডাকি শুরু করেন। কোনো উত্তর না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখেন গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে রুদ্র। তখন তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। দ্রুত রুদ্রকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশেকউল্লাহ মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল বলেন, ষষ্ঠ শ্রেণিতে রুদ্র সরকার আলয়ের রোল ছিল ১০৩। আর বর্তমানে সে যে রেজাল্ট করেছে তাতে তার রোল ১০৮ হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন ,খবর পেয়ে সোমবার রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

প্রকাশক ও সম্পাদক সম্পর্কে-

আমি মো. শফিকুল আলম শাহীন। আমি একজন ওয়েব ডেভেলপার ও সাংবাদিক । আমি পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক। আমি করতে, দেখতে এবং অভিজ্ঞতা করতে পছন্দ করি এমন অনেক কিছু আছে। আমি আইটি সেক্টর নিয়ে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। যেমন ওয়েব পেজ তৈরি করা, বিভিন্ন অ্যাপ তৈরি করা, অনলাইন রেডিও স্টেশন তৈরি করা, অনলাইন সংবাদপত্র তৈরি করা ইত্যাদি।

পূর্বধলায় উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী

কলমাকান্দায় স্কুল ছাত্রের আত্মহত্যা

আপডেট : ০২:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
নেত্রকোণার কলমাকান্দায় পরীক্ষায় ফল খারাপ করায়  রুদ্র সরকার আলয় (১২) নামের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র গলায় মাফলার পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে।  সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুদ্র কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে কলমাকান্দা বাজারের চা বিক্রেতা রাখাল সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়  সোমবার বিকেলে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালযের বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষার ফল খারাপ করায় মনখারাপ করে বাড়িতে ফেরে রুদ্র। তার জেঠি সাবিতা তাকে জিজ্ঞাসা করে পরীক্ষার রেজাল্ট কি হয়েছে প্রশ্নের কোন উত্তর না দিয়ে সরাসরি ঘরে ঢুকে পড়ে সে।
সন্ধ্যার পরও ঘর থেকে না বের হওয়ায় মা বাড়িতে না থাকায় তার জেঠি ডাকাডাকি শুরু করেন। কোনো উত্তর না পেয়ে জানালা দিয়ে উঁকি মেরে দেখেন গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে রুদ্র। তখন তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। দ্রুত রুদ্রকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আশেকউল্লাহ মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন কোকিল বলেন, ষষ্ঠ শ্রেণিতে রুদ্র সরকার আলয়ের রোল ছিল ১০৩। আর বর্তমানে সে যে রেজাল্ট করেছে তাতে তার রোল ১০৮ হয়েছে।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম বলেন ,খবর পেয়ে সোমবার রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।