দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : দুর্গাপুরে খাসজমি দখল মুক্ত, অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া সহ সকল প্রকার অবৈধ দখল মুক্ত করতে দিনক্ষন বেঁধে দিয়ে মাইকিং করেছেন উপজেলা প্রশাসন।
এ উপলক্ষে আগামী ৯ অক্টোবরের মধ্যে পৌর সদর সহ উপজেলার সকল সরকারী খাস জমি, ব্যক্তি দখলে রয়েছে তা অবমুক্ত করা, সরকারী রাস্তার পাশে গড়ে উঠা দোকানপাট সরিয়ে নিতে বুধবার বিকেলে মাইকিং এর মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানম বলেন, বেঁধে দেয়া সময়ের মধ্যে অবৈধ স্থাপনা সড়িয়ে না নিলে ১০ অক্টোবর থেকে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হবে।