নেত্রকোনায় কংশ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
আপডেট :
বুধবার, ৩ মার্চ, ২০২১, ৭:২৭ অপরাহ্ণ
নেত্রকোনায় কংশ নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ। আজ বুধবার বিকালে উপজেলার কে-গাতী ইউনিয়নের শাহ্পুর এলাকায় কংশ নদী ওই নারীর লাশ উদ্ধার করা হয় ।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, বুধবার বিকালে শাহ্পুর এলাকাবাসী কংশ নদীতে ভেসে আসা একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ বিকাল ৪ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
‘ ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীর বয়স ৩০ থেকে ৩৫ বছর। কিভাবে এই নারীর মৃত্যু হয়েছে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। তার পরিচয় জানার জন্য চেষ্টা চলছে’।
এ জাতীয় আরও সংবাদ
আপনার মতামত লিখুন :