পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে শিশু নিহত
নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের নিচে চাপা পড়ে তানিয়া আক্তার (৯) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২ মার্চ) রাত ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানিয়া উপজেলা সদর ইউনিয়নের খারছাইল গ্রামের নুরুল হকের মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত শিশুটি ওই পথে স্থানীয় আতকাপাড়া নামক স্থানে তার বাবার মুদি দোকানে রাতের খাবার নিয়ে যাচ্ছিল। এ সময় পিছন থেকে বিরিশিরিগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :