
নেত্রকোনায় পিক-আপ ভ্যানের নিচে চাপা পড়ে নুরেজা আক্তার (৪৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকাল ৫টার দিকে নেত্রকোনা জেলা শহরের প্রাণকেন্দ্র দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে ।
নিহত নুরেজা জেলার বারহাট্টা উপজেলার সাহ্তা ইউনিয়নের দরুণ সাহ্তা গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, আজ বিকালে নুরেজা আক্তার এক ব্যক্তির মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন, পথে দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ফুটপাতে বসা তরকারীর দোকানের সামনে মোটরসাইকেল থামাতে গেলে নুরেজা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।
এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি পিক-আপ ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রত্যক্ষদর্শী হোটেল মালিক পরশ জানান, ওই মোটরসাইকেল চালক খুব সম্ভবত ভাড়াটে। কারণ এক্সিডেন্ট ঘটার সাথে সাথেই সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আত্মীয় স্বজন হলে হয়তো পালাতো না।
এ ঘটনায় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে পিক-আপ ভ্যানটি ভাংচুর করে ও ফারুক মিয়া (২৯) নামের
ওই ভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত নারীর লাশ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে নিয়ে গেলে পুলিশ তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করে এন আই ডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে। এ সময় তার ব্যাগে আশা সমিতির কার্ড ও নগদ ২১ হাজার ২ শত ১০ টাকা পাওয়া যায়।
আটককৃত ভ্যান চালক নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের চল্লিশাকান্দা এলাকার মোঃ বাবুল মিয়ার ছেলে।

আপনার মতামত লিখুন :