
নেত্রকোনার কলমাকান্দায় বঙ্গবন্ধু পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে ষ্টেডিয়াম রোডে পাঠাগারের নিজস্ব ভবনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু পাঠাগারের সভাপতি রাজ্জাক আহম্মেদ রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু পাঠাগারের প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় প্রতিরোধযোদ্ধা পরিষদের সাধারণ সম্পাদক ও নেত্রকোণা- ১ আসনের সংসদ সদস্য মানু মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আব্দুল খালেক ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা, এমপি পত্নী নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার।
অনুষ্ঠানে কলমাকান্দা বঙ্গবন্ধু পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী তালুকদার ও ইসলাম উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক তারা, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক কোম্পানিসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, ওলামা লীগ, শিক্ষক, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য যে, গত বছর মুজিববর্ষ উপলক্ষে ২১ ফেব্রুয়ারিতে নিজস্ব ভবনে কলমাকান্দা বঙ্গবন্ধু পাঠাগার প্রতিষ্ঠা করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।