মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে শহীদের প্রতি ‘বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট’র পক্ষ থেকে নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর, পূর্বধলা ও মোহনগঞ্জ উপজেলায় সকাল শহীদ মিনারে পুষ্পস্তবকের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করা হয় ।
পুষ্পস্তবকের সময় পৃথক পৃথকভাবে ওই তিনটি উপজেলার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান একুশে ফেব্রুয়ারী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ ও তার গণতান্ত্রিক বিনির্মানে সর্বৈব সত্য হয়ে উঠুক-শহীদ বেদীতে দ্রোহী শোকের স্মারকে রাখা ফুলগুলো সৃজনের মহামন্ত্রে বৈশ্বিক বারতা হয়ে ফিরুক, আধুনিক বাংলাদেশের রাজনীতিতে সব শহীদান অস্তিত্ব জানান দিক। তাঁরা ছিল, আছে এবং থাকবে। কারণ প্রভাতের প্রশান্তিময় সব গীত ও স্তোত্র চিরকাল তাঁদের।