পূর্বধলায় স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে অমর একুশে পালিত

অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার শপথ নিয়ে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনটে নেত্রকোনার পূর্বধলায় বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে অমর একুশে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে নবনির্মিত শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে এ অমর একুশে পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, স্বাধীনতা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক এসএম মোহতাসিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম সাঈদী, দপ্তর সম্পাদক মো. আমিনুল হক প্রমুখ।
এ জাতীয় আরও সংবাদ
আমাদের ফেসবুক পেইজ
এক ক্লিকে বিভাগের খবর