
নেত্রকোনার পূর্বধলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীরপ্রতীক)। আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সদরের প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল ক্লাবের সকল সদস্যদের তৃণমূলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে উদ্যোগী হবার পরামর্শ দেন। তিনি পূর্বধলা প্রেসক্লাবের সার্বিক কল্যাণে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। তাঁর বক্তব্যে পূর্বধলা প্রেসক্লাবের সংবাদকর্মীরা যেন পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমৃদ্ধ পূর্বধলা বিনির্মানে ভূমিকা রাখতে পারে তার প্রতি গুরুত্বারোপ করেন।
এ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে কুলসুম, সহকারি কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রকৌশলী মো: আব্দুল আলীম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নিজাম উদ্দিন, জটিয়াবর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মোস্তফাসহ দলীয় নেতৃবৃন্দ।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ শফিকুজ্জামান শফিক, জুলফিকার আলী শাহীন, নূর আহম্মদ খান রতন, মোহাম্মদ গোলাম মোস্তফা, নূর উদ্দীন মন্ডল দুলাল, শহীদুল্লাহ , মোহাম্মদ আলী জুয়েল,সাওদা জামান পান্না, সুহাদা মেহজাবিন, মোস্তাক আহমেদ খান, মো. আল মুনসুর ও জিয়াউর রহমান।