মোঃ মীর সোহেল মিয়া কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় বিপুল ইসলাম রাশেদ (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাইপাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাঁধুনি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপুল ইসলাম রাশেদ জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার জামগড়া এলাকার আব্দুর রশিদের ছেলে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বাইপাস রাধুনী হোটেলের সামনে ওই মোটরসাইকেল আরোহীকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বিপুল মারা যায়।
‘উপজেলার গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন , ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়েই লাশ হস্তান্তর করা হয়েছে’।