
শেরপুরে প্রথম করোনা ভ্যাকসিন নিলেন এ টি এম জিয়াউল ইসলাম উপ পরিচালক (উপ-সচিব) স্থানীয় সরকার বিভাগ, শেরপুর। আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় শেরপুর জেলা হাসপাতালের কোভিড-১৯ এর বুথ কক্ষে ।
উদ্বোধনে প্রধান অতিথি সংসদের সম্মানিত হুইপ বীর মুক্তি যোদ্ধা আতিউর রহমান আতিক ভাই ও বিশেষ অতিথি শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, জেলা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী ও শেরপুর পৌর মেয়র আলহাজ গোলাম কিবরিয়া লিটন । এ-সময় কোভিট(১৯)প্রথম ভ্যাকসিন নিলেন টি এম জিয়াউল ইসলাম উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ শেরপুর । তার পর শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড ভোকেট চন্দন কুমার পাল , হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি পাল ,শেরপুর জেলা সিভিল সার্জন ডা.এ.কে.এম.আনওয়ারুর রউফ,
উপজেলা স্বাস্থ্য প.প. কর্র্ম্কতা ডাঃ মোবারক হোসেন, সহকারী অধ্যাপক ডাঃ নাদিম হাছন হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি,বীর মুক্তিযোদ্ধা সাবেক চেম্বারের প্রেসিডেন্ট মাসুদ মিয়া, জেলা আওয়ামীলীগের স্বস্থ বিষয়ক সম্পাদক ডাঃ এম এ বারেক তোতা ও ডাঃ আনিসুর রহমান ।এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্র্ম্কতা মোঃ ফিরোজ আল মামুন সহ সরকারী বিভিন্ন কর্র্ম্কতা কর্চাহীরী নাস্র্ ,জেলা রেডক্রিসেন্ট সোসাইটির ভলেটিয়ার শেরপুর জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সেক্রটারী মেরাজ উদ্দিন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।