
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপ ’র মনোনয়ন প্রত্যাশী সিধলা ইউনিয়নের সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী একদিল হোসেন তালুকদারের গনসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
গত শুক্রবার (৫ফেব্রুয়ারি) বিকালে সিধলা ইউনিয়নের টেংগুরী পাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী একদিল হোসেন তালুকদারসহ তার সমর্থকরা ইউনিয়নের বিভিন্ন রাস্তা ঘুরে শ্যামগঞ্জ বাজারে মোটরসাইকেল শোডাউন করে গনসংযোগ করেন।
তিনি সিধলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবুল কাশেম তালুকদারের ছেলে ও শ্যামগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন তালুকদারের ছোট ভাই।
একদিল হোসেন তালুকদার জানান, দলীয় মনোনয়ন পেলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন এবং জনগনকে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।