
নেত্রকোনার পূর্বধলায় সুফিয়া খাতুন (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামীকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানার পুলিশ। গ্রেপ্তারকৃত সুফিয়া খাতুন উপজেলার গোহালাকান্দা গ্রামের মৃত লুৎফর রহমানের স্ত্রী।
পূর্বধলা থানার অফিসার- ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহিদুর রহমান জানান, গত ২০১৮ সালে নেত্রকোনা বিজ্ঞ আদালতে গ্রামীণ ব্যাংকের দায়ের করা ঋণ খেলাফির একটি মামলায় সুফিয়া খাতুন আসামী ছিলেন। পরে আদালত তার অনুপস্থিতিতে তাকে দুই বছরের কারাদন্ড প্রদান করেন।
আজ বৃহস্পতিবার (৪ফেব্রæয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পূর্বধলা থানার এসআই আব্দুল কাদের, এএসআই জহির রায়হান, আমিনুল ইসলাম ও কনস্টেবল রুমকী আক্তার সঙ্গীয় ফোর্সসহ তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।