
শেরপুরের ঝিনাইগাতীতে একটি বালু বোঝাই ট্রলির নিচে পড়ে মমিন আলী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সকালে উপজেলা সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে। মমিন আলী ওইগ্রামের ছাইদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,সকাল ১০ টার দিকে ওই গ্রামের ট্রলি চালক আব্দুল মান্নান তার ট্রলিতে বালু ভর্তি করে একই গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে যাচ্ছিল।
এসময় পিছন থেকে মমিন আলী দৌঁড়ে বালু ভর্তি ট্রলিতে উঠতে চেষ্টা করে ছিটকে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত মমিন আলীকে উদ্ধার করে ট্রলি চালক আব্দুল মান্নান ও প্রতিবেশীরা ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে মুত ঘোষনা করে।
খবর পেয়ে থানা পুলিশ মমিন আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।