
শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ১ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে যাওয়া দোকানগুলো হলো আনোয়ার কবীরের প্লাষ্টিকের শো-রুম, শামীম ফরাজীর মুদির দোকান ও গোউডান, সামিদুলের মনোহারী দোকান, মনিলালের মুদির দোকান ও গোডাউন।
বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে আনোয়ারের প্লাষ্টিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ৪টি দোকান পুড়ে যায়। পরে খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন…শেরপুরে বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
স্থানীয়রা জানান, নকলায় ফায়ার সার্ভিসটি চালু থাকলে ক্ষয়-ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যেতো। তারা দ্রুত নকলা ফায়ার সার্ভিস কার্যালয় চালু করার দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। ওইসময় সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান সাজু সাঈদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।