
ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আজ রবিবার (৩১জানুয়ারি) সকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আনোয়ার রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া, মো. খোরশেদ আলম, গীতা রানী সরকার, ফাহমিদা ইয়াসমিন, রিমু আক্তার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।
উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম জানান, আজ প্রথম পর্যায়ে উপজেলার ৩শ’৮জন শিক্ষকের জানুয়ারি ২০২১ মাসের বেতন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যে উপজেলার সকল শিক্ষকদের উক্ত পদ্ধতিতে বেতন প্রদান নিশ্চিত করা হবে।
আগে গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতিতে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কারণে নানা ভোগান্তিতে পড়তে হতো। তাই শিক্ষকদের ভোগান্তি লাঘব করতে সরাসরি শিক্ষকদের নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা পাঠাতে এ ব্যবস্থা । সরকারের কেন্দ্রীয় ব্যবস্থার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষকদের সুবিধা দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।