
শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন !
সোলেমান আহমেদ মানিক,শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই রঞ্জিত কয়রা (২৮) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
আজ বুধবার (২০) জানুয়ারী বিকেল পৌঁনে ৫টার দিকে উপজেলার মির্জাপুর ইউপি’র চা বাগানের ৫ নং লাইনে এ খুনের ঘটনা ঘটে।
নিহত রঞ্জিত কয়রা ওই এলাকার লক্ষণধর কয়রার ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের সহোদর ঘাতক সঞ্জিত কয়রাকে আটক করেছে ।
স্থানীয়রা জানায়, আজ বিকেলে সঞ্জিত কয়রা তাদের বাড়িতে মোবাইল দিয়ে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজাতে থাকলে বড় ভাই রঞ্জিতের স্ত্রী বারণ করে। এতে সঞ্জিত ও রঞ্জিতের স্ত্রী পরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়।
এক পর্যায়ে সঞ্জিত কয়রার দা’দিয়ে রঞ্জিত কয়রার গলায় আঘাত করলে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় রঞ্জিত কয়রাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় ঘাতক সঞ্জিত কয়রাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’সহ আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রয়েছে।