
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নেত্রকোনার পূর্বধলায় আজ শনিবার (১৬ জানুয়ারি) দুপুরে অসহায়,প্রতিবন্ধী, হত-দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ময়মনসিংহ সেনানিবাস এর ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্যোগে ৭৭ পদাতিক ব্রিগেড এর ব্যবস্থাপনায় এবং দি পাইওনিয়ার্স’র আয়োজনে উপজেলা সদরের পূর্বধলা জে এম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মোহাম্মদ রিফাত ও ক্যাপ্টেন আলভিসহ টিমের অন্যান্য সদস্যরা। এসময় স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন পূর্বধলা বিডি ক্লিন সমস্বয়ক প্রভাষক আবু হানিফ তালুকদারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, সাংবাদিক জুলফিকার আলী শাহীন, মো, এমদাদুল ইসলাম, মোস্তাক আহমেদ প্রমুখ।