
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাইদুর রহমান (২২)ও আরোহী আকাশ (১৪)নামের দুই জন নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সরিষাবাড়ী বাউসী পপুলার ব্রীজের দক্ষিণ পার্শ্বে সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাইদুর রহমান উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও আকাশ ওই গ্রামের খোকন মিয়ার ছেলে ।
নিহতের পরিবার সূত্রে জানা যায়,সাইদুর রহমান ও আকাশ সম্পর্কে চাচা ভাতিজা। আজ সকালে সাইদুর তার ভাতিজা আকাশকে নিয়ে হাজিপুর যাচ্ছিল । যাওয়ার প্রাক্কালেই এ দুর্ঘটনাটি ঘটে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করিম জানান, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের লাশ সরিষাবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে।