
নারী সচেতনতায় ময়মনসিংহের গৌরীপুরে তথ্য আপা’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের আব্দুল মান্নান মাষ্টারের বাড়িতে ও ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর গ্রামে মৃত আব্বাস আলীর বাড়িতে স্বাস্থ্য বিধি মেনে ১২ জানুয়ারী মঙ্গলবার সকালে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা কতৃক পরিচালিত তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) তথ্য কেন্দ্র গৌরীপুর উপজেলার উদ্যোগে উঠান বৈঠকে গৌরীপুর উপজেলা তথ্য সেবা কর্মকর্তা রুমি আক্তারের সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা সহকারী ছাবিকুন্নাহার ও শাহনাজ বেগমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ অন্যাদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমূখ।