
শেরপুরে সাংবাদিকদের সাথে কোভিট-১৯ সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ বুধ বার দুপুরে শেরপুর সিভিল সার্জন কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. এ কে এম আনওয়ারুর রউফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউএইচএফপিও (UH&FPO) ডা. মো. মোবারক হোসেন শেরপুর সদর, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ বেতারের সাংবাদিক তালাত্তুপ হোসেন মন্জু ,শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ।
অনুষ্ঠানে এম ও সি এস ডা. মো. আক্রাম হোসেনের সঞ্চালনায় সিভিল সার্জন ডা.এ কে এম আনওয়ারুর রউফ বলেন,শেরপুরের কোভিড-১৯ শেরপুর অদ্যাবধি মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা শেরপুর সদর -২৮৬, শ্রীবর্দী -৫২,ঝিনাইগাতী- ৪৫, নকলা-৯৮ নালীতাবাড়ী-৯১ (৫৭২(৭.২৩%)।
মোট সুস্থ হয়েছেন শেরপুর সদর -২৬২,শ্রীবর্দী-৫০,ঝিনাইগাতী-৪২,নকলা-৯২, নালিতাবাড়ী-৮৭(৫৩৩(৯৩.১৮%)
মৃত্য বরনকারী-শেরপুর সদর-৭ নালিতাবাড়ী-৩,নকলা-১, ঝিনাইগাতী-২ ( ১৩(২.২৭%)
এরমধ্যে স্বাস্থ্য ভিবাগে আক্রান্ত ব্যক্তি, চিকিৎসক-১৪ নাস্র্-৬,অন্যান্য স্বাস্থ্য কর্মী-৫১ এবং সুস্থ্য হয়েছেন চিকিৎসক-১৪,নাস্র্-৬ ওনাস্র্-৬,অন্যান্য স্বাস্থ্য কর্মী-৪৮ ।
প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন- শেরপুর সদর-২, ঝিনাইগাতী-১ । হোম আইসোলেসনে আছেন শেরপুর সদর-১৫,নকলা-৫,নালিতাবাড়ী-১,শ্রীবর্দী-২ ।
প্রস্তুতকৃত-ডেডিকেটেড হাসপাতাল জেলা হাসপাতালের নতুন -১০০ শয্যা ও প্রস্তুতকৃত সরকারী আইসোলেসন বেড-১৫০ শয্যা । এছাড়া ওনাকুগাওঁ স্থলবন্দর দিয়ে আসা আগত যাত্রীদের স্বাস্থ্য পরিক্ষা নিয়মিত চলছে । এবং হাসপাতালের সেবার মান আরও বৃদ্ধির জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা বলেন ।
এদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উওরে কথা বলেন, সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, আদিল মাহমুদ উজ্জল , জি এইচ হান্নার, সোহেল রানা,মহিউদ্দিন সোহেল, শহিদুল ইসলাম, শাকিল মুরাদ, দীপ জুবায়ের, মাসুদ হাসান বাদল।
বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, জি এম, আফছার বাবুল প্রমুখ ।