
দূর থেকে প্রিয়াকে দেখে
জগলু কিংকর্তব্যবিমুঢ়!
হারানো দিনের সাগরে নেয়ে
দেখে সে বহুদূর!
চিরচঞ্চলা ক্ষিপ্রা হরিণী,
সুগ্রীবা ষোড়শী নীলাম্বরী !
দীঘল কুন্তল বামে পিছে
পড়নে কালচে নীল শাড়ী!
ডান হাত স্কন্ধদেশে
মোহনীয় কাব্যিক ভঙ্গিমা!
চাঁদ বদনে ডাগর চোখে
বসে ধন্য কালো চশমা!
সরস ঠোঁটের রাঙ্গা আভা
মুখে শত মুক্তার ঝিলিক!
ওমন গৌড় মুখায়বে দর্শনে
বিচ্যুত হবে ধ্যানী সাগ্নিক!
সোনালী বা হাতে সোনালী ঘড়ি
ডানে খয়েরী ডায়েরি উন্মীলিত!
তর্জনী-অনামিকায় আটিদ্বয়
নখাগ্রে রক্তলাল বিচ্ছুরিত!
অপরূপা, অপূর্বা প্রিয়া,
চোখের পলক ফেলা দায়!
মনের কুটিরে আসন গেড়েছে
সীমাহীন ভালবাসায়!
কবিতাঃ সীমাহীন ভালবাসা
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ, উত্তরখান, ঢাকা।