
নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরে হাসপাতাল গেইট সংলগ্ন মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারে চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে।
ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোরশেদ আলম ওরফে সুইট জানান, তিনি বৃহস্পতিবার রাত ১০টার দিকে প্রতিষ্ঠানটি তালাবব্দ করে বাসায় চলেযান । প্রতি দিনের ন্যায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি প্রতিষ্ঠানের মূল ফটকের তালা খুলতে এসে দেখেন তালা ভাঙ্গা।
ভিতরে প্রবেশ করে দেখেন তিনটি রুমের দরজার তালা , ক্যাশ কাউন্টারের তালা, ফ্রিজের তালা ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৩ হাজার টাকা, মূল্যবান তিনটি প্যাথলজিক্যাল রি-এজেন্ট, কিছু ঔষধপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র চুরেরা নিয়ে যায়।
প্রতিষ্ঠানটির ঘর মালিক পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিআরডিবি’র চেয়ারম্যান মোতাহার হোসেন বকুল উদ্ধেগের সাথে জানান, উপজেলা সদরের প্রাণ কেন্দ্র, আমার বাসার সংলগ্ন, আমার ঘরে চুরি হয়েছে এটি নিশ্চই পরিকল্পিত।
এ ব্যাপারে পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, আজ সকালে চুরির খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। তা ছাড়া এ সড়কে রাতে টহল পুলিশও ছিল। তাই তিনি বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবেন বলে জানান।