
নেত্রকোনা জেলার সক্রিয় স্বেচ্ছাসেবীদের বৃহৎ সংগঠন পাপড়ী রক্তদান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বাস্তুহারা শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার (২৫ ডিসেম্বর) সংগঠনটির তথ্যপ্রযুক্তি ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা সাংবাদিক মুহা. জহিরুল ইসলাম অসীম’র নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী জেলার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে শুরু করে ময়মনসিংহ পর্যন্ত স্টেশনসমূহের বসবাসরত অসহায়, গৃহহীন, হত-দরিদ্র মানুষদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক, সিনিয়র মহা-পরিচালক ইঞ্জিনিয়ার আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক মিলন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ, নেত্রকোনা জেলা কমিটির চিকিৎসা বিষয়ক সম্পাদক হৃদয় তালুকদার, পূর্বধলা উপজেলা কমিটির সহ সভাপতি মোঃ পিয়াল হাসান, সাংগঠনিক সম্পাদক মুরছালিন আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম আলম, রক্ত বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব, গৌরীপুর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাকিব আল হাসান, সদস্য ঝুমা আলম, গাজীপুরে জেলার সভাপতি আলী আহমদ সজিব প্রমুখ।