
আগামী ১ জানুয়ারি ২০২১ দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকসহ সকল শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সোমবার (২৮ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এতে বিভাগীয় উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বিগত বছরগুলোর মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ওই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সব শিক্ষক ও কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী অসুস্থ ও সন্তান সম্ভবা শিক্ষক-কর্মচারীদের বিদ্যালয়ে উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন।
সুত্র: আমার সংবাদ