সবুজ পাহাড়

দূর আকাশের সবুজ পাহাড়
হাতছানি দিয়ে ডাকছে আমায়।
দেহের আগে মন ছুটে যায়
সবুজ চাদরে ঘেরা ঐ দূর পাহাড়ে।
ভোর -দুপুরে ঘোড়ার মত
ছুটছি আমি অবিরত।
ঐ বুঝি গ্রামের পরে
গাছের উপর সবুজ পাহাড়।
গ্রামের পরে গ্রাম ডেহেছি
তবুও নাগাল পাই না আমি সবুজ পাহাড়ের।
ক্লান্ত হয়ে শান্ত মনে
ভাবলাম আমি অবশেষে
এ যে-দূর আকাশের সবুজ পাহাড়
আকাশ-পাতাল ব্যবধান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও সংবাদ
আমাদের ফেসবুক পেইজ