
কিশোরগঞ্জের তাড়াইলে রবিকুল (৩৫) নামে এক সিএনজি চালক যাত্রী বিহীন একটি সিএনজি নিয়ে খাদে পড়ে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৫ডিসেম্ভর) রাত ৯টার দিকে তাড়াইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিকুল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের মৃত আবদুর রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিকুল মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে তাড়াইল স্ট্যান্ডে এসে খালি গাড়ী নিয়ে বাড়ী যাওয়ার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মুল সড়কের পাশে গাড়ীসহ প্রায় ১৫ ফুট নীচে খাদে পড়ে যায়।
তাৎক্ষনিক স্ট্যান্ডে থাকা অন্যান্য সিএনজি চালকরা রবিকুলকে উদ্ধার করে রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন।