গহীন গাঙ্গের মাঝি

গহীন গাঙ্গে পাল তুলে নৌকা ছেড়ে বৈঠা হাতে
মাঝি ভাই মাছ ধরতে যাই সে- আপন মনে।
নৌকার সাথে জলের যুদ্ধ
মাছের সাথে মাঝির যুদ্ধ,
দেখতে বড়ই মনোমুগ্ধ।
ঊষার আলোয় গাঙ্গের জলো
চিকচিক করে জ্বলে মণিমুক্ত।
রাত্রিকালে চাঁদের আলোয়
জলের ভিতর চাঁদের বিম্ব।
নদীর সুরে তাল মিলিয়ে
মাঝি ধরে ভাটিয়ালি যে,
শুনতে বড়ই মনোমুগ্ধ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ জাতীয় আরও সংবাদ
আমাদের ফেসবুক পেইজ