Logo
নোটিশ :
পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালসহ গুরুত্বপূর্ণ স্থান থেকে সৎ ,সাহসী, মেধাবী ও পরিশ্রমী সংবাদকর্মী আবশ্যক।

কাশবন নিয়ে এ কে সরকার শাওনের দুটি কবিতা

Reporter Name / ২১০ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

কাশকণ্যা-

এ কে সরকার শাওন
শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!
ভাটির দেশে শুভ্র কাশবন
কেড়ে নিয়েছে মন
নদীর তীর কত যে নিবিড়;
মন হয় উচাটন!
হাওয়ায় দোলে ফুলদলগুলি
উড়ে যেতে চায় সুদূরে;
মায়া মমতায় আটকে আছে
পাশাপাশি অঙ্গাঙ্গী করে!
ফুলের মাঝে পাখীরা উড়ে
প্রজাপতি নেচে চলে বাড়ী।
কাশকণ্যাদের হাঁসির রেখায়
বিলীন হয়ে যায় পরী!
উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙ্গাবে
মৃদুমন্দ পূবালী বায়!
কবিতাঃ কাশকণ্যা
কাব্যগন্থঃ আপন ছায়া
এ কে সরকার শাওন
শাওনাজ, ঢাকা।
২৩ সেপ্টেম্বর ২০১৯
কাশবনের রাজকণ্যা
এ কে সরকার শাওন
ধূসর সাদা কাশফুলে
ছেয়ে গেছে বালুচর।
নীলাকাশে উড়ছে
সাদা মেঘ স্তরে স্তর।
ধরাধামে নেমে এলে
এলোকেশী উর্বশী!
কপালেতে নীল টিপ
যেন পূর্ণিমা শশী।
নীল শাড়ী লাল পাড়ে
শ্যামলী তন্বী মনোহারী!
কাশবনের রাজকণ্যা
যেন আসমানী পরী!
জোড়া ভ্রুর ডাগর চোখে
নজরকাড়া কাজল।
দূর্বিনীত হাওয়ায় উড়ছে
তার শাড়ীর আঁচল।
তাঁর মুখে ভাষা নেই
চোখে শুধু জল!
প্রকৃতির এত আয়োজন
সব হলো যে বিকল।
কবির অন্তর কাঁপে
সেও মূক বিহ্বল!
কথা কাব্য নৈবদ্য
সব হলো যে বিফল!
নিউজটি শেয়ার করুন..এক ক্লিকে বিভাগের খবর

নামাজের সময় সূচি

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১২ পূর্বাহ্ণ
 • ১২:১৫ অপরাহ্ণ
 • ৪:২১ অপরাহ্ণ
 • ৬:০৩ অপরাহ্ণ
 • ৭:১৭ অপরাহ্ণ
 • ৬:২৪ পূর্বাহ্ণ


Website Developed By purbakantho.com