Logo
নোটিশ :
পূর্বকণ্ঠ অনলাইন প্রকাশনায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালসহ গুরুত্বপূর্ণ স্থান থেকে সৎ ,সাহসী, মেধাবী ও পরিশ্রমী সংবাদকর্মী আবশ্যক।

পূর্বধলায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ-নিহত ১, আহত ৫

Reporter Name / ৪৭২ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১১ আগস্ট, ২০১৯

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা:

নেত্রকোনার পূর্বধলায় বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কার যাত্রী নাজনীন আক্তার (৩০) নামের এক নারী নিহত ও চালকসহ পাঁচজন আহত হয়েছেন।

গত শনিবার বিকেলে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পূর্বধলা উপজেলার ইসবপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন নিহত নাজনীন আক্তারের স্বামী শাহজাহান কবির (৪১) মেয়ে সায়েরা কবির আরা (১৪), ছেলে সাঈদ কবির আবিদ (১১) ও সাইনাথ কবির আইরাত (৪) এবং কার চালক আজিজুল বিশ্বাস (৩৩)। কার চালকের ঠিকানা জানা না গেলেও একই পরিবারে নিহত ও আহতদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও নয়াপাড়া গ্রামে।

পুলিশ সূত্রে জানাযায়, গত শনিবার শাহজাহান কবির ভাড়ায় চালিত একটি প্রাইভেট কারযোগে ঈদ উদযাপন করতে সপরিবারে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বিকেল সাড়ে তিনটার দিকে পূর্বধলা উপজেলার ইসবপুর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব ১১-০৮৪৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-খ ১২-০৭৩৩) ছিটকে সড়কের পাশে পড়ে গেলে কারে থাকা একই পরিবারের চারজনসহ কার চালক আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে নাজনীন আক্তার মারা যায়।

শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইন-চার্জ এসআই মো. নাজমুল ইসলাম জানান, এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন..এক ক্লিকে বিভাগের খবর

নামাজের সময় সূচি

 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:২৮ পূর্বাহ্ণ
 • ১২:১৩ অপরাহ্ণ
 • ৪:০০ অপরাহ্ণ
 • ৫:৪০ অপরাহ্ণ
 • ৬:৫৬ অপরাহ্ণ
 • ৬:৪৩ পূর্বাহ্ণ
Website Developed By purbakantho.com