
গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ভূস্মিভূত হয়েছে ।
সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ডের ফলপট্রির একটি দোকানে প্রথমে আগুনের সূত্রাপাত হয়ে নিমিষেই আগুনের লেলিহান শিখা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পরে।
পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে আগুন লাগার সঠিক কারণ এখনো যানা যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষতিগস্ত দোকান মালিকদের দাবি কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এসময় আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানা পুলিশ, আনসার, সেচ্ছাসেবীরা অংশগ্রহণ করে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল আলম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে তবে এখনও পযর্ন্ত ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।