কলমাকান্দা থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুর ২ঘটিকার দিকে কলমাকান্দা সদরের ব্যস্ততম এলাকা রেন্টিতলায় মাস্ক বিতরণ করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হকের নেতৃত্বে ,মাস্ক বিতরণ করেন।
এ সময় কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, জেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজল দে সরকার, যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস ও কলমাকান্দা থানার ওসি তদন্ত মোঃ সিরাজুল ইসলাম খান সহ বিভিন্ন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।